পাতা প্ৰণ (pata prawn recipe in Bengali)

Gopa Bose
Gopa Bose @cook_22002988

#GA4
#Week19
এই সপ্তাহে আমি প্ৰণ পছন্দ করেছি কুমড়ো পাতায় মুড়ে, প্ৰণ ফ্রাই

পাতা প্ৰণ (pata prawn recipe in Bengali)

#GA4
#Week19
এই সপ্তাহে আমি প্ৰণ পছন্দ করেছি কুমড়ো পাতায় মুড়ে, প্ৰণ ফ্রাই

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
দুই জনের জন্য
  1. 200 গ্রামচিংড়ি মাছ
  2. 4 টেবিল চামচ সর্ষে ও পোস্ত বাটা
  3. 1 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  4. প্রয়োজন অনুযায়ীকুমড়ো পাতা
  5. স্বাদ মতোনুন, চিনি
  6. স্বাদ মতোকাঁচা লঙ্কা
  7. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  8. পরিমান মত সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    কুমড়ো পাতা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছ হাত দিয়ে পেষ্ট করে নিতে হবে

  2. 2

    পেষ্ট করা চিংড়ি নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, চিনি, আর তেল দিয়ে মেখে নিতে হবে। এবার কুমড়ো পাতার উপরে কিছুটা চিংড়ি তুলে নিতে হবে। একটা করে কাঁচা লঙ্কা দিতে হবে

  3. 3

    পাতা মুড়ে সূতো দিয়ে জড়িয়ে নিতে হবে যেন খুলে না যায়।

  4. 4

    চাটু বা প্যানে তেল দিয়ে চিংড়ি ভাজতে হবে

  5. 5

    ভালো করে ভাজা হলে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Bose
Gopa Bose @cook_22002988

Similar Recipes