নবরত্ন পোলাও(Navaratna Pulao Recipe In Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

নবরত্ন পোলাও(Navaratna Pulao Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ কাপ বাসমতি চাল
  2. ২ টেবিল চামচ গাজর কুঁচি
  3. ২ টেবিল চামচ বিন্স কুঁচি
  4. ২ টেবিল চামচ ফুলকপি ছোট টুকরো করা
  5. ২ টেবিল চামচ কড়াঁইশুটি
  6. ২ টেবিল চামচ আলু
  7. ১০০ গ্রাম পনির
  8. ২ টেবিল চামচ কাজু
  9. ২ টেবিল চামচ কিশমিশ
  10. ২ টেবিল চামচ আমন্ড
  11. ১ চিমটি কেশর
  12. ১ চা চামচ চিনি
  13. স্বাদানুযায়ীনুন
  14. ২ চা চামচ ঘী
  15. ১/৪ চা চামচ গোটা জিরে
  16. ২ টি ছোট এলাচ
  17. ১ চা চামচ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে তারপর ৮০ শতাংশ সেদ্ধ করে ভাত ঠাণ্ডা করে নিতে হবে।

  2. 2

    কেশর সামান্য গরম জলে ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে ১ চা চামচ ঘী দিয়ে কাজু,কিশমিশ,আমণ্ড এবং পনির ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এরপর ওই ঘী তেই সব সবজি ভেজে নিয়ে তুলে রাখতে হবে।

  5. 5

    এরপর ওই কড়াইতেই বাকি ১চা চামচ ঘী দিয়ে জিরে ছোট এলাচ ফোড়ন দিতে হবে।

  6. 6

    ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে ওর মধ্যে তৈরী করে রাখা ভাত,ভাজা পনির, সবজি,কাজু,কিশমিশ,আমন্ড,নুন,চিনি এবং ভিজানো কশর দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য একদম কম আঁচে দমে রান্না করে নিতে হবে।

  7. 7

    এরপর গ্যাস বন্ধ করে লেবুর রস ছড়িয়ে মিশিয়ে দিলেই তৈরী নবরত্ন পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

Similar Recipes