ভেজ চাউমিন (Veg chowmein recipe in Bengali)

Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

#GA4
#Week14
Cabbage

ভেজ চাউমিন (Veg chowmein recipe in Bengali)

#GA4
#Week14
Cabbage

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 প্যাকেটসেদ্ধ করা চাউমিন
  2. 2 টিপেঁয়াজ কুচি
  3. 1.5 কাপবাঁধাকপি কুচি
  4. 1 টিগাজর কুচি
  5. 1 টিছোট সাইজের ক্যপসিকাম কুচি
  6. 1/2 কাপবিন্সকুচি
  7. 1টেবিল চামচ রসুন কুচি
  8. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  9. 2টেবিল চামচ সয়াসস
  10. 2টেবিল চামচ টমেটো সস
  11. 1টেবিল চামচ চিলি সস
  12. 1টেবিল চামচ চাউমিন মশলা
  13. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  14. স্বাদ মতো লবণ
  15. পরিমাণ মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে করা এতে 4 টেবিল চামচ তেল গরম করে তারমধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি টাকে হালকা ভেজে নিতে হবে। এরপরে পেঁয়াজ কুচি এবং বাঁধাকপি কুচি টা দিয়ে দিতে হবে আর এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে গাজর ক্যাপ্সিকাম এবং বিনসটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে ‌

  2. 2

    এরপরে একে একে সয়া সস, টমেটো সস এবং চিলি সস চাউমিন মশলা, পরিমাণমতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে।এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা চাওমিন টা দিয়ে নিয়ে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো।

  3. 3

    চাওমিন টা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে এবং সার্ভ করে দিতে হবে মজাদার ভেজ চাউমিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

Similar Recipes