বেগুন ভর্তা (begun vorta recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

এটা কিন্তু শু (জুতা) নয় এটা হচ্ছে বেগুন ভর্তা।
বেগুন দিয়ে তৈরি করে নিতে পারেন একদম সহজেই মজার বেগুন ভর্তা।

বেগুন ভর্তা (begun vorta recipe in bengali)

এটা কিন্তু শু (জুতা) নয় এটা হচ্ছে বেগুন ভর্তা।
বেগুন দিয়ে তৈরি করে নিতে পারেন একদম সহজেই মজার বেগুন ভর্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ টা কালা বেগুন
  2. ২ টা পেঁয়াজ কুচি
  3. ৪-৫ টা কাঁচা লংকা কুচি
  4. ৭-৮ টা রসুন কুচি
  5. ২ টা টমেটো কুচি
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচ জিরা পাউডার
  8. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  9. ১/২ চা চামচ ধনে পাউডার
  10. ১/২ চা চামচ মিক্স মশলা গুড়ো
  11. প্রয়োজন মতধনেপাতা কুচি
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. পরিমান মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বেগুন এর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিতে হবে ।

  2. 2

    তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি,রসুন ও কাঁচা লংকা দিয়ে দিতে হবে। তারপর ওর মধ্যে সব মসলা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    তারপর ওর মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে বেগুন ম্যাশ করে দিয়ে ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।

  5. 5

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। আমি এখানে বেগুন দিয়ে শু (জুতা) বানিয়ে তার মধ্যে বেগুন ভর্তা কে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes