চিংড়ি মাছের মুঠো কারি (chingri macher mutho curry recipe in Bengali)

Mousumi Hazra
Mousumi Hazra @cook_24571813

#চিংড়ি/প্রণ
সবার খুব প্রিয় এটা খেতে খুবই ভালো লাগে ।আমি বানালাম চিংড়ি মুঠো কারী এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে।

চিংড়ি মাছের মুঠো কারি (chingri macher mutho curry recipe in Bengali)

#চিংড়ি/প্রণ
সবার খুব প্রিয় এটা খেতে খুবই ভালো লাগে ।আমি বানালাম চিংড়ি মুঠো কারী এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম ছোটো চিংড়ি মাছ
  2. ১ টা পেঁয়াজ ও টমাটো কুচি
  3. ২ চা চামচ আদা ও রসুন বাটা
  4. ১ টা আলু সেদ্ধ
  5. ১ চা চামচ হলুদ ও লঙ্কা গুঁড়ো
  6. ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  7. ১ চা চামচ ধনে ও জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ ধনেপাতা কুচি
  9. পরিমান মতো সাদা তেল
  10. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিংড়ি মাছ নুন হলুদ ও কাঁচা লঙ্কা কুচি জিরে ও ধনে গুড়ো দিয়ে মাখাতে হবে ।করাই তেল দিয়ে গরম হলে ভেজে নিতে হবে ।

  2. 2

    ঐ তেলে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ ও টমাটো কুচি দিয়ে ভেজে হলুদ ও লঙ্কা গুড়ো ও জিরে ও ধনে গুড়ো দিয়ে কসিয়ে জল দিতে হবে ও মুঠো গুলো দিতে হবে।

  3. 3

    ধনে পাতা কুচি দিয়ে জল দিয়ে ফুটে উঠলে চাপা দিয়ে দিতে হবে ।

  4. 4

    চাপা খুলে ঝোল গাঢ় হলে নামিয়ে নিতে হবে ও সার্ভ করতে হবে ভাতের সাথে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Hazra
Mousumi Hazra @cook_24571813
https://youtu.be/AKNWE-xvJIQ
আরও পড়ুন

Similar Recipes