টমেটো সুপ (Tomato soup recipe in bengali)

Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

#GA4 #Week20
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি সুপ বেছে নিয়েছি।

টমেটো সুপ (Tomato soup recipe in bengali)

#GA4 #Week20
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি সুপ বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জন
  1. 4-5 টিটমেটো
  2. 1 টিপেঁয়াজ
  3. 1 টিতেজপাতা
  4. 4-5কোয়া রসুন
  5. স্বাদমতোনুন
  6. 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. 3 কাপজল
  8. 2 চা চামচমাখন
  9. 2 চা চামচফ্রেশ ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    টমেটো কুচি করে কেটে নিতে হবে।

  2. 2

    পেঁয়াজ, রসুন কুচি করে কেটে নিতে হবে।

  3. 3

    কড়াইতে মাখন গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিতে হবে।

  4. 4

    এবার ওতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

  5. 5

    পেঁয়াজ হালকা লাল হলে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে যায়।

  6. 6

    টমেটো নরম হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে।

  7. 7

    এরপর তেজপাতা টি তুলে ফেলে দিয়ে টমেটোর মিশ্রণটি মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  8. 8

    এবার ঐ একই কড়াইতে টমেটোর মিশ্রণটি, নুন, গোলমরিচ গুঁড়ো আর জল দিয়ে ফোটাতে হবে।

  9. 9

    ফুটে একটু ঘন হয়ে এলে ওপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

Similar Recipes