গ্রিন অনিয়ন স্যুপ (Green Onion soup recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#GA4
#Week11
এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিয়েছি স্যুপ। বানালাম গ্রিন অনিয়ন স্যুপ।

গ্রিন অনিয়ন স্যুপ (Green Onion soup recipe in Bengali)

#GA4
#Week11
এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিয়েছি স্যুপ। বানালাম গ্রিন অনিয়ন স্যুপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২ মিনিট
৩ জন
  1. ১০০গ্রামপেঁয়াজ কলি
  2. ২৫গ্রামধনে পাতা
  3. ৮-৯টিরসুনের কোয়া
  4. ১/২ ইঞ্চিআদার টুকরো
  5. ১টিকাঁচা লঙ্কা
  6. ৮-১০টিগোলমরিচ
  7. ১ টেবিল চামচওটস
  8. ১/৪চা চামচগোলমরিচ গুঁড়ো
  9. ১ টেবিল চামচলেবুর রস
  10. ১ টেবিল চামচমাখন
  11. স্বাদমতোনুন
  12. ২কাপজল

রান্নার নির্দেশ সমূহ

১২ মিনিট
  1. 1

    গ্যাসে কড়া রেখে ১ টেবিল চামচ মাখন দিতে হবে। মাখন গলে গেলে রসুন কুচি করে যোগ করতে হবে। হাল্কা লাল হলে আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি যোগ করে ১ মিনিট নেড়ে নিতে হবে।

  2. 2

    ওটস যোগ করে ১ মিনিট নেড়ে নিয়ে পেঁয়াজ কলি কুচি যোগ করে নাড়াতে হবে ২ মিনিট।

  3. 3

    এরপর যোগ করতে হবে ধনেপাতা কুচি। নাড়িয়ে নিতে হবে ১ মিনিট। এবার জল মিশিয়ে গোলমরিচ ক্রাশ করা ও নুন মেশাতে হবে। ফুটে উঠলে ঢেকে ৫ মিনিট ঢেকে ফুটতে দিতে হবে।

  4. 4

    স্যুপ টি একটি হ্যান্ড মিক্সার দিয়ে পেয়াজ পাতা ও ধনেপাতা গলিয়ে নিতে হবে। ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও ছড়িয়ে দিয়ে নাড়িয়ে গ্যাস বন্ধ করে লেবুর রস যোগ করে পরিবেশন করুন গরম গরম স্যুপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes