টমেটো সুপ (tomato soup recipe in Bengali)

Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

টমেটো সুপ (tomato soup recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 3 টেটমেটো
  2. স্বাদ মতোনুন,মিষ্টি
  3. 2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  4. 3 টুকরোমাখন
  5. 1 টা বড়ো পেঁয়াজ কুচি
  6. 5 রসুন কুচি
  7. 1 চা চামচআদা কুচি
  8. 1 চা চামচফ্রেশ ক্রিম
  9. প্রয়োজন অনুযায়ীধনেপাতা অল্প সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে টমেটো গুলো অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে

  2. 2

    তারপর ঠাণ্ডা করে খোসা ছাড়িয়ে বেটে নিতে হবে

  3. 3

    বাটা হয়ে গেল ভালো করে ছেঁকে নিতে হবে

  4. 4

    তারপর আদা,রসুন আর পেঁয়াজ কুচি ও মাখন প্লেটে সাজিয়ে নিতে হবে

  5. 5

    তারপর প্যান এ মাখন দিয়ে আদা, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে

  6. 6

    তারপর তাতে টমেটো সুপ টা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে 10 মিনিট। তারপর তাতে নুন, মিষ্টি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।

  7. 7

    তারপর সুপ র বাটি তে তুলে নিয়ে ফ্রেশ ক্রিম ও ধনেপাতা দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

মন্তব্যগুলি

Similar Recipes