হিং দিয়ে কড়াইশুঁটির কচুরি (hing diye karaishuntir kochuri recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee
Sanghamitra Mandal Banerjee @sangha2020

হিং দিয়ে কড়াইশুঁটির কচুরি (hing diye karaishuntir kochuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা-১ঃ১৫মি
৮-৯ জনের জন্য
  1. ১৫০গ্রাম কড়াইশুঁটি
  2. ৫০০গ্রাম ময়দা
  3. ১/৪চা চামচ হিং
  4. ২চা চামচ আদা বাটা
  5. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  6. ১চা চামচ ভাজা মশলা গুঁড়ো (ধনে,জিরে,তেজপাতা ও শুকনোলঙ্কা দিয়ে)
  7. ১১/২ +২ কাপ সাদা তেল
  8. প্রয়োজন অনুযায়ী জল
  9. ২টি কাঁচালঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা-১ঃ১৫মি
  1. 1

    কড়াইশুঁটিগুলো ও কাঁচালঙ্কা একসাথে মিক্সিতে বেটে পেষ্ট করে নিতে হবে। ১-১১/২ চামচ জলে হিং গুলিয়ে নিতে হবে এবং এর মধ্যে আদা বাটা মিশিয়ে রাখতে হবে। কড়াইয়ে ১বড়চামচ তেল গরম করে হিং ও আদাবাটা দিতে হবে। এরপর কড়াইশুঁটির বাটা দিতে হবে।

  2. 2

    একটু নাড়ানোর পর নুন ও চিনি দিয়ে কষতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে ভাজাগুঁড়োর মশলা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    ময়দা নুন, চিনি ও ময়ামের জন্য অল্প তেল দিয়ে মেখে ১৫-২০ মিনিট ঢেকে রাখতে হবে।

  4. 4

    এরপর আবার ভালো করে মেখে লেচি করে গোল গোল বলাকারে বানাতে হবে।বলের মধ্যে পুর ভরে দিতে হবে সবগুলোতে।

  5. 5

    কড়াইতে বাকী তেল গরম করে নিতে হবে। এবার গোলাগুলি লুচির আকারে বেলে ভেজে নিতে হবে এক এক করে।

  6. 6

    তৈরি হয়ে গেলো কড়াইশুঁটির কচুরি।আলুর দমের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanghamitra Mandal Banerjee

Top Search in

মন্তব্যগুলি

Similar Recipes