গোকুল পিঠে (Gokul Pithe recipe in Bengali)

Chandana Patra
Chandana Patra @chandanapatra

#১লাফেব্রুয়ারি
মায়ের কাছে শেখা এই রেসিপি। পরিবারের সকলের খুব প্রিয়।

গোকুল পিঠে (Gokul Pithe recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
মায়ের কাছে শেখা এই রেসিপি। পরিবারের সকলের খুব প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 1 কাপময়দা
  2. 2 টেবিল চামচ কলাই ডাল বাটা
  3. 100 গ্রামমোয়া
  4. 50 গ্রামখেজুর গুড়
  5. 1 কাপচিনি
  6. 2 কাপজল
  7. পরিমান মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    কড়াইতে মোয়া দিয়ে তাতে গুর দিয়ে নেড়ে পুর বানিয়ে নিন। এবার ওই পুর থেকে গোল গোল বাতাসার মত বানিয়ে রাখুন।

  2. 2

    একটি পাত্রে ময়দা ও কলাইয়ের ডাল বাটা দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিন।

  3. 3

    এবার অন্য আরেকটি পাত্রে জল ও চিনি জাল দিয়ে সিরাপ বানিয়ে নিন।

  4. 4

    এবার একটি কড়াইতে তেল গরম করুন। মোয়ার পুর গুলি ময়দার ব্যাটারে ডুবিয়ে চাকা তেলে ভেজে নিন।

  5. 5
  6. 6

    এবার পিঠে গুলি ভাজা হলে গেলে উষ্ণ উষ্ণ সিরাপ ডুবিয়ে দিন কমপক্ষে 4 ঘণ্টার জন্য। ব্যাস তৈরি গোকুল পিঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chandana Patra
Chandana Patra @chandanapatra

Similar Recipes