চিলি অয়েল মোমো (chilli oil momo recipe in Bengali)

Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

#১লাফেব্রুয়ারি
খুব মুখরোচক বিকেলের জলখাবার

চিলি অয়েল মোমো (chilli oil momo recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
খুব মুখরোচক বিকেলের জলখাবার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০মিনিট
৩ জন
  1. ৩০০ গ্রাম চিকেন কিমা
  2. ৫০০ গ্রাম ময়দা
  3. ১০-১২ কোয়া রসুন
  4. ১" আদা কুচি
  5. ১/২ চা চামচ ভিনেগার
  6. ২ চা চামচ সোয়া সস
  7. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. ৪ চা চামচ চিলি ফ্লেক্স
  9. ৩চা চামচ সাদা তেল
  10. ১ টুকরো বাঁধাকপি কুচি
  11. স্বাদ মতনুন
  12. ২ টো পেঁয়াজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০মিনিট
  1. 1

    ময়দা কে নুন ও জল দিয়ে মেখে নিতে হবে।ময়ান দেয়ার দরকার নেই।

  2. 2

    চিকেন কিমা কে নুন,ভিনেগার,সোয়া সস অর্ধেক,গোলমরিচ, রসুন কুচি অর্ধেক,পেঁয়াজ কুচি,বাঁধাকপি কুচি,সাদা তেল সব দিয়ে মেখে রেখে দিতে হবে ২ ঘন্টা।

  3. 3

    এবার ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে সেটা বেলে নিয়ে, ওর ভেতর পুর ভরে দিতে হবে।ইচ্ছা মত আকারে গড়ে নিতে হবে।

  4. 4

    এবার মোমো ম্যাকারে মোমো গুলো এক এক করে সাজিয়ে ঢাকা দিয়ে স্টিম করতে হবে ১৫-২০ মিনিট।

  5. 5

    মোমো এবার তৈরি,কিন্তু আরও কিছু করতে হবে।একটা পাত্রে সাদা তেল গরম করতে হবে।ওতে আদা ও রসুন কুচি দিয়ে ভাজতে হবে।তারপর ওতে চিলি ফ্লেক্স, সয়াসস ও নুন দিয়ে নেড়ে নিয়ে স্টিম করা মোমো দিয়ে টস করে নামিয়ে নিলেই তৈরি চিলি অইল মোমো।

  6. 6

    গরম গরম বিকালের জলখাবার হিসাবে দারুন কিন্তু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

Similar Recipes