ড্রাই চিলি চিকেন (Dry chilli chicken recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t


এটা আমি বানিয়েছি ,সন্ধের জলখাবার এর জন্য চা খাবার পর মনে হয় যেনো একটু কিছু খেলে ভালো হতো বা দরকার,সেই সময়ের জন্য উপযোগী স্টার্টার হিসাবে এটা খুব ভালো।

ড্রাই চিলি চিকেন (Dry chilli chicken recipe in Bengali)


এটা আমি বানিয়েছি ,সন্ধের জলখাবার এর জন্য চা খাবার পর মনে হয় যেনো একটু কিছু খেলে ভালো হতো বা দরকার,সেই সময়ের জন্য উপযোগী স্টার্টার হিসাবে এটা খুব ভালো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
৪ জন।
  1. ৩০০ গ্রাম বোনলেস চিকেন
  2. ১ টি ক্যাপ্সিকাম
  3. ১ টি পেঁয়াজ
  4. ৪ টি কাঁচা লঙ্কা
  5. 5 টিরসুন কুচি করা
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১ চা চামচ রসুন বাটা
  8. ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  9. ১ টা ডিম
  10. ২ চা চামচ কর্নফ্লাওয়ার
  11. স্বাদমতোনুন
  12. ২০০ গ্রাম সাদা তেল
  13. ২ চা চামচ সোয়া সস
  14. ২ চা চামচ টমেটো সস
  15. ২ চা চামচ চিলি সস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    বোনলেস চিকেন ভালো করে ধুয়ে জল ভালো করে ঝড়িয়ে নিতে হবে।

  2. 2

    এবার ক্যাপ্সিকাম,পিয়াজ ডুমো করে কেটে নিতে হবে।

  3. 3

    এবার চিকেন টা আদা বাটা,রসুন বাটা,নুন,গোলমরিচের গুঁড়ো,ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ৪ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে।আর চার ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে কিছুক্ষন রেখে দিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে চিকেন গুলো ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে।

  5. 5

    কড়াইয়ের তেল কমিয়ে নিয়ে তাতে টুকরো করে রাখা রসুন দিয়ে,ক্যাপ্সিকাম ও পিয়াঁজ এর টুকরো দিয়ে গ্যাস কমিয়ে ভেজে নিতে হবে,একটু ভাজা হয়ে আসলে ভেজে রাখা চিকেন ফ্রাই দিয়ে দিতে হবে।

  6. 6

    এবার সোয়া সস,টমেটো সস,চিলি সস,স্বাদমতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।আর প্লেটিং করে পরিবেশন করতে হবে।এটা সন্ধ্যায় টিফিনের জন্য উপযুক্ত একটা রেসিপি।ঘরের বা কোনো অথিতির আগমনের জন্যে আদর্শ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

Similar Recipes