গুরজালি মাছের কালিয়া (gurjali macher kalia recipe in Bengali)

Nabanita Mondal Chatterjee
Nabanita Mondal Chatterjee @cook_nabanita
Amta, Howrah

#ফেব্রুয়ারি২
কথায় আছে মাছের ভাতে বাঙালি। আর আমি ভীষন মাছ ভালোবাসি। মে কোন ধরনের মাছ খেতে পছন্দ করি।

গুরজালি মাছের কালিয়া (gurjali macher kalia recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
কথায় আছে মাছের ভাতে বাঙালি। আর আমি ভীষন মাছ ভালোবাসি। মে কোন ধরনের মাছ খেতে পছন্দ করি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৬জন
  1. ৬ টুকরো মাছ
  2. ২টি বড় পেঁয়াজ
  3. ৪-৫টি কাঁচালঙ্কা
  4. ১/২ চা চামচ কালো জিরে
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  7. স্বাদমতোনুন
  8. পরিমাণ মতোজল
  9. পরিমাণ মততেল
  10. ৪-৫টি রসুন কোয়া
  11. ১টি টমেটো
  12. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে মাছে নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিন।

  2. 2

    তারপর ঐ তেলেই কালোজিরা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।
    লাল হয়ে এলে এতে টম্যাটো কুচি দিয়ে নাড়াচাড়া করুন।

  3. 3

    এবার এতে হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে দিন। তারপর মাছ গুলো তুলে দিন। রসুন কোয়া থেঁতো করে দিয়ে দিন।

  4. 4

    ফুটতে শুরু করলে চেরা কাঁচালঙ্কা ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মাখামাখা হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Mondal Chatterjee
Amta, Howrah

Similar Recipes