কাতলা মাছের কাটলেট(Katla Macher Cutlet Recipe In Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

কাতলা মাছের কাটলেট(Katla Macher Cutlet Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০ মিনিট
৬-৮ জন
  1. ২৫০ গ্রাম কাতলা মাছ
  2. ১ টি বড়ো মাপের আলু সেদ্ধ
  3. ১ টি মাঝারি মাপের পিয়াজ মিহি করে কুঁচানো
  4. ১ চা চামচ আদা রসুন বাটা
  5. ২ টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  6. ১ চা চামচ কাঁচালঙ্কা কুঁচি
  7. ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. ১/২ চা চামচ +১ চিমটি নুন /পরিমাণমতো
  11. ১/২ কাপ+২ টেবিল চামচ ব্রেডক্রাম্ব
  12. ১/৪ কাপ ময়দা
  13. ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  14. প্রয়োজন মতোজল
  15. ১ টেবিল চামচ + প্রয়োজন মতোমাছ ভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০ মিনিট
  1. 1

    কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে মাছ হলকা করে ভেজে নিয়ে কাঁটা ছাড়িয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে ১ বড়ো চামচ তেল দিয়ে পিয়াজ লাল করে ভেজে ওতে আদা রসুন বাটা,কাঁচালঙ্কা কুঁচি দিয়ে ভাজা হলে বাকি সব গুঁড়ো মশলা এবং নুন দিয়ে ভেজে কাঁটা ছাড়ানো মাছ দিয়ে একটু ভাজা ভাজা করে নাবিয়ে ঠাণ্ডা করে নিতে হবে

  3. 3

    এরপর মাছ ঠাণ্ডা হলে মাছের সাথে সেদ্ধ আলু আর ২ বড়ো চামচ ব্রেডক্রাম দিয়ে ভালো করে মেখে কাটলেটের আকারে গড়ে নিতে হবে।

  4. 4

    এরপর ময়দা,কর্ণফ্লাওয়ার,১চিমটি নুন এবং পরিমাণমতো জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর গড়ে রাখা কাটলেট ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরী কাতলা মাছের কাটলেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

Similar Recipes