পাঁপড়ের ডালনা (papad dalna recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

#GA4
#week23
Clue papad

পাঁপড়ের ডালনা (papad dalna recipe in Bengali)

#GA4
#week23
Clue papad

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 4 টিপাঁপড়
  2. 2 টিআলু ডুমো করে কাটা
  3. 1 টিতেজপাতা
  4. 1 চা চামচগোটা গরম মসলা
  5. 1 টিশুকনো লঙ্কা
  6. স্বাদমতোনুন
  7. প্রয়োজন অনুযায়ীজল
  8. 4টেবিল চামচ সাদা তেল
  9. 1 চা চামচঘি
  10. 1 চা চামচগরম মসলা গুঁড়ো
  11. 1 চা চামচআদা বাটা
  12. 1 টিটমেটো বাটা
  13. 1 চা চামচধনে গুঁড়ো
  14. 1 চা চামচজিরা গুঁড়ো
  15. 1 চা চামচহলুদ গুঁড়ো
  16. 1 চা চামচলঙ্কাগুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমেই সমস্ত উপকরণ গুলো হাতের কাছে সাজিয়ে নেবো ।পাপড়গুলোকে ছোট ছোট টুকরো তে ভেঙে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে পাপর এবং আলু ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম হলে, প্রথমেই গোটা গরম মসলা, ও শুকনো লঙ্কা দিতে হবে ।তারপর আদা বাটা এবং টমেটো বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে ।এরপর একে একে নুন, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
    এবার চিনি টা দিয়ে দিতে হবে ও তারপর আলু গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণমতো জল ঢেলে আলু সেদ্ধ হওয়া অবদি অপেক্ষা করতে হবে। পাপর গুলো দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করে গায়ে রসা রসা অবস্থায় পাপড়ের ডালনা নামিয়ে গরম মসলা ও ছড়িয়ে পরিবেশন করে দিতে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Similar Recipes