রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৩০মিনিট
  1. 1 কাপময়দা
  2. 1/2 কাপগলানো মাখন
  3. 3/4 কাপচিনি
  4. 1 চা চামচবেকিং পাউডার
  5. 4 টেডিম
  6. 1 চা চামচ ভ্যানিলা এসেন্স
  7. 2টেবিল চামচ চকোলেট পাউডার
  8. 5 টেবিল চামচচকোলেট সস্
  9. 1 মুঠোকাজু,কিসমিস, আমন্ড বাদাম সব মিলিয়ে
  10. পরিমাণ মতোসাজানো র জন্য সিলভার বল, আরো কিছু কিছু জিনিস
  11. প্রয়োজন মতচকোলেটের টুকরো আর গ্রেট করা চকোলেট

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথম এ ময়দা, চকোলেট পাউডার,বেকিং পাউডার এগুলো একসাথে মিশিয়ে চেলে নিতে হবে।

  2. 2

    অন্য একটা বাটিতে ডিম, চিনি দিয়ে ভালো করে ফেটতে হবে।

  3. 3

    ডিম, চিনি র সাথে এবার মাখন দিয়ে আবার ফেটতে হবে।

  4. 4

    এতে ভ্যানিলা এসেন্স দিয়ে ময়দা র মিশ্রণ টা ধীরে ধীরে মেশাতে হবে।

  5. 5

    বাংলায় ৪ লেখার মতো করে কাটা এন্ড ফোল্ড মেথডে মেশাতে হবে।

  6. 6

    এর মধ্যে ড্রাইফ্রুট গুলো দিতে হবে।

  7. 7

    একটা কেক টিনে একটু মাখন লাগিয়ে ময়দা ছরিয়ে দিয়ে, কেকর মিশ্রণ টা ঢেলে প্রি হিট ওভেনে ৩০মিনিট বেক করতে হবে।

  8. 8

    কেক হয়ে গেলে ঠান্ডা করে, উপর থেকে চকোলেট সস ঢেলে দিতে হবে।

  9. 9

    এবার আমন্ড বাদাম, সিলভার বল এই সব দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

  10. 10

    কেকের উপরে একটু আইসিং সুগার ছড়িয়ে, তার পর চকোলেট স্রেড ছড়িয়ে, কয়েক টা চকোলেটের টুকরো দিয়ে সাজাতে হবে।

  11. 11

    মাখন আর আইসিং সুগার একটু লাল রং দিয়ে মেখে, বেলে একটা হার্ট বানিয়ে সাজাতে হবে।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes