সজনে বড়ির শুক্তো (sajne borir shukto recipe in Bengali)

Ratna saha
Ratna saha @cook_17469763

সজনে বড়ির শুক্তো (sajne borir shukto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টি সজনে ডাঁটা ছোট টুকরো করে কাটা
  2. ৩ টি উচ্ছে ছোট করে কাটা
  3. ১ ফালি কুমড়ো ডুমো করে কাটা
  4. ৮-১০ টি ডালের বড়ি
  5. ১ টি কাঁচকলা ছোট টুকরো করে কাটা
  6. ১/২ বেগুন ছোট টুকরো করে কাটা
  7. পরিমাণ মততেল
  8. স্বাদ মতনুন
  9. ১ চা চামচ আদা বাটা
  10. ১ টা তেজপাতা
  11. ১ চা চামচ রাঁধুনি ,সর্ষে , মেথি মিলিয়ে
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ২ চা চামচ সর্ষে বাটা
  14. ১/২ কাপ দুধ
  15. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব উপকরণ গুছিয়ে নিলাম।

  2. 2

    কড়াইতে তেল গরম করে উচ্ছে বড়ি, সজনে ডাঁটা ভেজে তুলে নিলাম। বাকি তেলে তেজপাতা,সরষে, রাঁধুনি, মেথি ফোড়ন দিলাম।

  3. 3

    ফোড়ন এর সুগন্ধ বেরোলে, কাঁচা সবজি ঢেলে দিলাম । পরিমাণ মতো নুন আর অল্প হলুদ দিয়ে নেড়ে একটু ঢেকে দিলাম । সবজি মজে গেলে তাতে আদা বাটা, সরষে বাটা দিয়ে দিলাম । এবার সজনে ডাটা, উচ্ছে ভাজা টা দিয়ে নেড়ে জল দিলাম । এবার বরি টা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটু চিনি আর দুধ মিশিয়ে দিলাম, ঝোল একটু ঘন হলে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলাম,সজনে বড়ির সূক্ত ।

  4. 4

    একটা বাটিতে ঢেলে পরিবেশন করলাম, প্রথম পাতে ভীষণ উপদেয় এই শুক্তো টি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna saha
Ratna saha @cook_17469763

Similar Recipes