সজনে ডাঁটা দিয়ে শুক্তো (sojne danta shukto recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#GA4#Week25

এই সপ্তাহের ধাঁধা থেকে সজনে ডাটা নিয়েছি।

সজনে ডাঁটা দিয়ে শুক্তো (sojne danta shukto recipe in Bengali)

#GA4#Week25

এই সপ্তাহের ধাঁধা থেকে সজনে ডাটা নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৮জন
  1. ২৫০গ্ৰাম সজনে ডাঁটা
  2. ১টা আলু
  3. ১টা মিষ্টি আলু
  4. ১টি কাঁচকলা
  5. ৮টি বিনস
  6. ১/২ বেগুন
  7. ১টি উচ্ছে
  8. ২চা চামচসরষে বাটা
  9. ১ চা চামচপোস্ত বাটা
  10. ১/২চা চামচধনে গুঁড়ো
  11. ১চা চামচ আদা বাটা
  12. ১ চা চামচ ঘি
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. ১/২ চা চামচচিনি
  16. ১ চা চামচভাজা পাঁচ ফোড়ন গুড়ো
  17. ১টিফোড়নের জন্যে তেজপাতা
  18. ২টো শুকনো লঙ্কা
  19. ১চা চামচজিরে ও সরযে
  20. ১/৪ কাপ দুধ
  21. ১ চামচ ময়দা
  22. প্রয়োজন মতোসর্ষের তেল
  23. প্রয়োজন মতোজল
  24. ১/২কাপ মুসুরির ডাল বড়া করার জন্য
  25. ১/৪ চা চামচ কালোজিরে
  26. ১চা চামচআটা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে সব সবজি ও ডাটা ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি।

  2. 2

    ভিজিয়ে রাখা ডাল মিক্সিতে বেটে নিয়ে নুন,কালোজিরে ও আটা দিয়ে মেখে নিয়ে ছোট ছোট বড়া বানিয়েছি।বেগুন টুকরো নুন ও চিনি মাখিয়ে ভেজে নিয়েছি।

  3. 3

    এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, লঙ্কা,জিরে ও সর্ষে ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে একটু ভেজে একে একে সব সবজি দিয়ে ও নুন,হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।আদা বাটা, ধনে গুড়ো দিয়ে নাড়াচাড়া করে অল্প করে জল দিয়ে,পরিমান মতো নুন ও চিনি দিয়ে ঢাকা দিয়ে সবজি গুলো সেদ্ধ করে নিতে হবে।

  4. 4

    এবার সবজি সেদ্ধ হয়ে এলে সর্ষে ও পোস্ত বাটা দিয়ে নাড়িয়ে আরও একটু রান্না করতে হবে।বেগুনের টুকরো ও ভাজা বড়া কয়েক টি দিয়ে নাড়িয়ে দুধে ময়দা গুলে শুক্তোয় দিয়ে বেশ মাখো মাখো হয়ে এলে ঘি ও পাঁচ ফোড়ন গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে

  5. 5

    এবার গরম গরম ভাতের সঙ্গে শুক্তো পরিবেশন জন্য তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes