বেসন চিলা (Besan chila recipe in bengali)

Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

বেসন চিলা (Besan chila recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 1.5 কাপবেসন
  2. 1 টিপেঁয়াজ কুচি
  3. 1 টিছোট সাইজের টমেটো কুচি
  4. 2টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  5. 1 টিকাঁচা লঙ্কা কুচি
  6. 1/2 চা চামচচাট মসলা
  7. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  9. স্বাদ মতো লবণ
  10. পরিমাণ মতোভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    বেসনের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপ্সিকাম কুচি, লঙ্কা কুচি,সমস্ত গুঁড়ো মসলা এবং সামান্য লবণ দিয়ে আগে মিশিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে পাতলা করে বেসনের ঘোল বানিয়ে নিতে হবে ।

  2. 2

    এরপরে একটা প্যান গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে বেসনের ব্যাটারটাকে গোল করে ছড়িয়ে দিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিয়ে সামান্য তেল দিয়ে আবারো ভেজে নিতে হবে।

  3. 3

    ব্যস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার জলখাবার বেসনের চিলা । টমেটো কেচাপ সহযোগে সার্ভ করূন এই রেসিপিটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

Top Search in

Similar Recipes