বেসন চিলা (besan chila recipe in bengali)

Attreyee Ghosh
Attreyee Ghosh @attreyee

বেসন চিলা (besan chila recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৬ টেবিল চামচ বেসন
  2. ৪টেবিল চামচনিজের পছন্দ মতো সব রকম সবজি কুচো(গাজর,বিনস,কাপসিকাম
  3. ৪টিআলু,টমেটো ইত্যাদি
  4. স্বাদমত কাঁচালঙ্কা কুচি
  5. ১ টি পিঁয়াজ
  6. ২ কোয়া রসুন
  7. স্বাদ মতোনুন
  8. ১/২চা চামচখাবার সোডা
  9. ২টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বেসন এর সাথে সব কুঁচো সবজি মিশিয়ে খাবার সোডা আর স্বাদ মতো নুন মেশাতে হবে।

  2. 2

    এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে ঠিক যেমন ডিম ফেটানোর মিশ্রণ হয়।

  3. 3

    এবার গ্যাসে ননস্টিক তাওয়া গরম হলে তাতে অল্প সাদা তেল ছড়িয়ে তাতে ওই মিশ্রণ ১ হাতা দিয়ে ছড়িয়ে দিতে হবে।দেখতে হবে ঠিক ডিম ভাজার মতো।

  4. 4

    ভাল করে ভেজে নিয়ে উল্টে দিয়েও সেঁকে নিতে হবে।এবার টমেটো সস দিয়ে বিকেলের জল খাবারে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Attreyee Ghosh
Attreyee Ghosh @attreyee

Similar Recipes