মশলাদার ধোঁকার ডালনা (Dhokar dalna recipe in Bengali)

Sharmila Majumder
Sharmila Majumder @cook_15520754

#wd প্রথম শব্দ মা, মায়ের হাত ধরে জীবনের পথ চলা শুরু। আন্তর্জাতিক নারী দিবসে সেই মা কে শ্রদ্ধা জানিয়ে সেই মার কাছ থেকে শেখা, এই রেসিপি টি শেয়ার করলাম।সাথে রইলো বেলে মাছের ঝাল।

মশলাদার ধোঁকার ডালনা (Dhokar dalna recipe in Bengali)

#wd প্রথম শব্দ মা, মায়ের হাত ধরে জীবনের পথ চলা শুরু। আন্তর্জাতিক নারী দিবসে সেই মা কে শ্রদ্ধা জানিয়ে সেই মার কাছ থেকে শেখা, এই রেসিপি টি শেয়ার করলাম।সাথে রইলো বেলে মাছের ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫  মিনিট
৫-৬ জন
  1. ১৫০ গ্রাম ছোলার ডাল
  2. ২০০ গ্রাম সর্ষের তেল
  3. ১ চা চামচ কালো জিরা
  4. ২ চা চামচ হলুদ গুড়োঁ
  5. ২ চা চামচ নুন
  6. ১ চা চামচ জিরা গুঁড়ো
  7. ১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ২ টা পেঁয়াজ বাটা
  10. ১ টা টমেটো বাটা
  11. ২-৩ কোয়া রসুন বাটা
  12. ১ টুকরো আদা বাটা
  13. ১/২ চা চামচ গোটা জিরা
  14. ১ টুুকরো দারচিনি
  15. ২-৩ টা এলাচ
  16. ২ টা তেজপাতা
  17. ২-৩ চা চামচ ধনেপাতা কুচি
  18. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৪৫  মিনিট
  1. 1

    আগের দিন রাতে পরিমাণ মতো
    জল দিয়ে ছোলার ডাল ভিজিয়ে রাখলাম। পরের দিন সেটাকে সামান্য জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিলাম । মিক্সির সাহায্যে পেঁয়াজ, রসুন, আদা বেটে রাখলাম । বেটে রাখা ছোলার ডাল এর মধ্যে ১ চা চামচ করে নুন, হলুদ গুড়ো আর কালো জিরা মিশিয়ে নিলাম।

  2. 2

    এবার একটা কড়াইতে ৫০ গ্রাম মতো সর্ষের তেল গরম করে তাতে ওই মিশ্রণ টা নেড়ে নিয়ে একটা মন্ড মতো করে নিতে হবে। তার পর একটা থালায় তেল মাখিয়ে মন্ডটা চেপে চৌকো কডে নিয়ে, ছুড়ির সাহায্যে বরফির আকারে কেটে নিতে হবে । এবার বাকি তেল টা গরম করে তাতে সব কটা বরফি গুলো ভেজে তুলে নিতে হবে ।

  3. 3

    ওই তেলে গোটা গরম জিরা আর গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে এবং সব কটা বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে । এর পর গুড়ো মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে, ধোকা গুলো দিয়ে দিতে হবে। ঝোল একটু কমে গেলে তারপর ঘি, ধনেপাতা কুচি দিতে হবে ।

  4. 4

    নামানোর আগে গরম মসলা গুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে ।

  5. 5

    তৈরি হয়ে গেল মসলাদার মাংসের মতো ধোকার ডালনা।আন্তজার্তিক নারী দিবসে সব মায়েদের 🙏।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Majumder
Sharmila Majumder @cook_15520754

Similar Recipes