আলুর ধোঁকার ডালনা (Aloor dhokar dalna recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#goldenapron3
#week11
#প্রিয় লাঞ্চ রেসিপি

আলুর ধোঁকার ডালনা (Aloor dhokar dalna recipe in Bengali)

#goldenapron3
#week11
#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
  1. ১ টা বড়ো আকারের আলু
  2. ২টেবিল চামচ ছোলার ডাল বাটা
  3. ১ টা তেজপাতা
  4. ২ টা এলাচ
  5. ১ টা দারচিনি
  6. ১/২ চা চামচ গোটা জিরা
  7. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  12. ১ টেবিল চামচ আদা বাটা
  13. ১ টেবিল চামচ টক দই
  14. ৩ টা কাঁচা লংকা বাটা
  15. ১ চিমটি চিনি
  16. স্বাদ মতো নুন
  17. প্রয়োজন মতো সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    প্রথমে আলু কুচি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে ।টমেটো, ২ টো কাঁচা লংকা আর ১ টুকরো আদা একসাথে পেষ্ট করে নিতে হবে ।

  2. 2

    তারপর কড়াইতে ১ চা চামচ তেল গরম করে তাতে আলু টা দিয়ে ভাজতে হবে । নুন আর হলুদ দিয়ে আচঁটা কমিয়ে ঢেকে দিতে হবে ।

  3. 3

    আলুটা নরম হয়ে গেলে হাতা দিয়ে আলু গুলো কে একটু ভেঙে দিতে হবে তারপর তাতে ছোলার ডাল বাটা, ১/৪ আদা বাটা আর ১ টা কাঁচা লংকা বাটা দিয়ে ভাজতে হবে ।

  4. 4

    শুকিয়ে গেলে একটা প্লেটে নামিয়ে সমান করে নিতে হবে । তারপর নিজের পছন্দ মত কেটে নিতে হবে ।

  5. 5

    তারপর ধোঁকার পিস গুলো ভেজে তুলে রাখতে হবে ।

  6. 6

    তারপর কড়াইতে তেল গরম করে তেজপাতা,এলাচ, দারচিনি আর গোটা জিরা ফোড়ন দিয়ে টমেটো, কাঁচা লংকা আর আদার পেষ্টটা দিয়ে ১ মিনিট ভাজতে হবে ।

  7. 7

    তারপর তাতে ধনে গুড়ো, জিরে গুড়ো, লংকা গুড়ো,হলুদ আর নুন দিয়ে মিশিয়ে নিতে হবে ।

  8. 8

    ২মিনিট কষানোর পর টক দই চিনি দিয়ে ফেটিয়ে ঢেলে দিতে হবে ।

  9. 9

    ২ মিনিট আরো কষতে হবে ।

  10. 10

    মশলার থেকে তেল ছাড়লে ১-২ কাপ জল দিতে হবে ।

  11. 11

    ঝোল টা ফুটে উঠলে ধোঁকা গুলো দিয়ে আচঁটা কমিয়ে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে ।

  12. 12

    ঢাকা তুলে গরম মসলা গুড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes