দই বড়া(Dahi bora recipe in bengali)

Priyanka das(abhipriya)
Priyanka das(abhipriya) @cook_21783719

#GA4
#week25

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি " Dahi Vada " বা দই বড়া বেছে নিলাম।
ভীষণ সুস্বাদু এবং মুখরোচক একটি রেসিপি, যা ছোটো থেকে বড়ো সকলের খুব পছন্দের। গরমের বিকেলের জলখাবারের জন্য একদম উপযুক্ত একটি পদ। আজকে আমার সকল বন্ধুদের জন্য রইল।
তাহলে, আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি টি।

দই বড়া(Dahi bora recipe in bengali)

#GA4
#week25

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি " Dahi Vada " বা দই বড়া বেছে নিলাম।
ভীষণ সুস্বাদু এবং মুখরোচক একটি রেসিপি, যা ছোটো থেকে বড়ো সকলের খুব পছন্দের। গরমের বিকেলের জলখাবারের জন্য একদম উপযুক্ত একটি পদ। আজকে আমার সকল বন্ধুদের জন্য রইল।
তাহলে, আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা৩০মিনিট
৫-৬ jon
  1. ১৫০ গ্রাম বিউলির ডাল
  2. ১চা চামচ গোটা জিরে
  3. ৪-৫ টি কাঁচালঙ্কা কুচি
  4. স্বাদমতোলবণ
  5. পরিমাণ মততেল (বড়া ভাজার জন্য)
  6. ১/৪চা চামচ লবণ
  7. ১/৪চা চামচ হিং
  8. ২ কাপ টক দই
  9. ২ কাপ উষ্ণ গরম জল(বড়া ভিজিয়ে রাখার জন্য)
  10. ৫-৬ চা চামচ চিনি(ইচ্ছে অনুযায়ী কম বেশি হতে পারে)
  11. ২৫ গ্রাম তেঁতুলের টক-মিষ্টি চাটনি
  12. ১৫ গ্রাম ধনেপাতার চাটনি
  13. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  14. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  15. ১/২ চা চামচ চাট মসলা
  16. ২-৩ টেবিল চামচ বেদানা
  17. ৪-৫ চা চামচ ঝুরি ভাজা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা৩০মিনিট
  1. 1

    প্রথমে ডাল পরিষ্কার করে ধুয়ে, সারারাত্রি ভিজিয়ে রেখে দিন। পরেরদিন ডাল টি মিক্সারে পেস্ট করে নিন।

  2. 2

    এবার একটি পাত্রে ডালের পেস্টটি ঢেলে নিয়ে, কাঁচালঙ্কা, লবণ আর জিরে দিয়ে দিন। তারপর ৫-৬ মিনিট সবকিছু ভালো করে ফেটিয়ে নিন, যতক্ষণ না ডালের পেস্টটি ক্রিমের মতো ফুলে হালকা হচ্ছে।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম করে বড়া গুলি মাঝারি আঁচে একটু সময় নিয়ে সোনালী রং ধরা অবধি ভেজে তুলে রাখুন।

  4. 4

    এরপর একটি পাত্রে উষ্ণগরম জল নিয়ে লবণ আর হিং মিশিয়ে বড়া গুলি ভিজিয়ে রাখুন ৩০ মিনিট।

  5. 5

    এবার টক-দই আর চিনি একসাথে মিশিয়ে, ভালো করে ফেটিয়ে ফ্রীজে রেখে দিন। ৩০ মিনিট পর বড়া গুলি ফুলে দ্বিগুন হয়ে গেলে, বড়া থেকে অতিরিক্ত জল চেপে বের করে দিন। তারপর থালা সাজিয়ে নিন।

  6. 6

    আর ওপর থেকে ঠান্ডা দই ঢেলে দিন। তারপর লঙ্কা, জিরে, চাটমসলা, দুই রকম চাটনি, ঝুড়ি ভাজা আর বেদানা ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি আমাদের "দই বড়া"।
    গরম বিকেলে ঠান্ডা ঠান্ডা দই বড়া পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka das(abhipriya)
Priyanka das(abhipriya) @cook_21783719
Follow me on Instagram @swaaad_a_kolkata
আরও পড়ুন

Similar Recipes