চকলেট কেক(chocolate cake recipe in Bengali)

Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

#wd

নারী দিবস,হিসাব মত মাকে ই উদ্যেশ‍্য করা উচিৎ,কিন্তু আজ আমি আমার বোন কে একটু মিস্টিমুখ করাতে চাই,কারন গেল ৫বছর হল মা আমার গত হয়েছেন,সেই দিন থেকেই আজ পযর্ন্ত মা এর অভাব সে বুঝতে দেয়নি আমায়,যদিও আমার সব রান্না ই তার খুব পছন্দের।

চকলেট কেক(chocolate cake recipe in Bengali)

#wd

নারী দিবস,হিসাব মত মাকে ই উদ্যেশ‍্য করা উচিৎ,কিন্তু আজ আমি আমার বোন কে একটু মিস্টিমুখ করাতে চাই,কারন গেল ৫বছর হল মা আমার গত হয়েছেন,সেই দিন থেকেই আজ পযর্ন্ত মা এর অভাব সে বুঝতে দেয়নি আমায়,যদিও আমার সব রান্না ই তার খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2-3ঘন্টা
শুধু বোনের জন‍্য
  1. ১ কাপ ময়দা
  2. ২কাপ গুঁড়ো চিনি
  3. ১/২ কাপগলানো বাটার
  4. ২ টেবিল চামচ কোকো পাউডার
  5. ১ চা চামচচকলেট এসেন্স
  6. ১কাপ দুধ
  7. ১ চা চামচ ভিনিগার
  8. ১ চা চামচবেকিং পাউডার
  9. ১/২ চা চামচবেকিং সোডা
  10. ১ কাপ চকো চিপ্স
  11. ১/২ কাপ ব্লুবেরি ক্রাশ
  12. পরিমাণ মতসাজানোর জন্য উইপ্ট ক্রিম এবং চেরি

রান্নার নির্দেশ সমূহ

2-3ঘন্টা
  1. 1

    একটা পাত্রে বাটার এবং দুধে ভিনিগার মিশিয়ে মিশ্রনটি ভালো করে মিশিয়ে তার মধ্যে ময়দা,কোকো পাউডার,বেকিংপাডার,বেকিং সোডা সব শুকনো উপকরণ অাটা চালনিতে চেলে মিশিয়ে নিয়ে একটা কেক মোল্ডে বাটার ব্রাশ করে বাটার পেপার পেতেতার ওপর ও একটু বাটার বাশ করে মিশ্রণ টা ঢেলে টেপ করে নিতে হবে।

  2. 2

    একটা বড় পাত্র নিয়ে অল্প বালি দিয়ে একটা স্ট‍্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে প্রিহিট করে নিতে হবে ১০মিনিট।তার পর কেক টিনটা বসিয়ে কম আচেঁ ১ঘন্টা ঢাকা দিয়ে কেকটা বানিয়ে নিতে হবে।৪০ মিনিট পর একবার ঢাকা তুলে টুথপিক ঢুকিয়ে দেখতে হবে পুরো

  3. 3

    পরিস্কার বেড়োলে ভাবতে হবে কেকটা হয়ে গেছে,না হলে আর একটু সময় দিতে হবে।কেকের বেসটা হয়ে গেলে পুরো ঠান্ডা করে নিয়ে তার পর কেক টা সাজানো ই ভালো না হলে ফেটে যেতে পারে।কেক ঠান্ডা করে তাকে মাঝখানে ইচ্ছে মতো লেয়ারে কেটে আইসিং করে নিতে হবে।

  4. 4

    হ‍্যান্ডবিটারে উইপ্ট ক্রিমে মিহি চিনি এবং এসেন্স মিশিয়ে ভালো করে ফেটিয়ে স্টিফ করে নিয়ে প্রত‍্যেক লেয়ারে লাগিয়ে তার উপর বেরীক্রাশ ছড়িয়ে দিতে হবে

  5. 5

    তার পর চকোচিপ্স ছড়িয়ে তার পর দ্বিতীয় লেয়ার টা চাপাতে হবে। এভাবে সেট করে ক্রিম দিয়ে কেকটা পুরো ঢেকে মসৃণ করে,স্টার নজল দিয়ে ফুল বানিয়ে

  6. 6

    তার মাঝখানে চেরি বসিয়ে ইচ্ছে মত সাজিয়ে পরিবেশন করো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

Similar Recipes