ফুচকা(fuchka recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

ফুচকা(fuchka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপসুজি
  2. ২ টেবিল চামচআটা
  3. ২ কাপরিফাইন্ড তেল
  4. স্বাদ মততেঁতুল।
  5. স্বাদ মতনুন, বীটনুন, চিনি, লাল লংকা গুরো, এগুলো সব আনদাজ মতো।
  6. ৩-৪ টেআলু সিদ্ধ
  7. ১ কাপ ( ছোট)দেশী ছোলা ভেজানো,
  8. ১ মুঠোহরা মুগ ভেজানো
  9. পরিমাণ মতভাজা মশলা,ধনে,জিরে, শুকনো লঙ্কা, জোয়ান এগুলো খড়ম তাওয়া য় ভেজে গুরো করা।
  10. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  11. প্রয়োজন অনুযায়ীঝোরিভাজা।
  12. পরিমাণ মতোটকদই।
  13. ৩টেকাঁচা মরিচ কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সুজি, আটা একসাথে জল দিয়ে শক্ত করে মেখে নিতে হবে। এই মাখা টা ২০মিনিটে ঢেকে রাখতে হবে।

  2. 2

    ঐ মাখা আটা থেকে ছোট ছোট লেচি কেটে বেলে কৌটোর ঢাকনা দিয়ে গোল গোল কেটে নিতে হবে।

  3. 3

    আধার ঔ গোল ফুচকা গুলো একটু বেলে পাতলা করে ভাজতে হবে।

  4. 4

    কয়েক টা ফুচকা না ফুললে,সেগুলো ভাংগা আলু মাখাতে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    আলু সিদ্ধ তে সব মশলা,নুন,ছোলা,হারা ডাল,নুন, বীটনুন, কাঁচা লংকা,ভাজা মশলা এই সব মিলিয়ে এক সাথে মাখতে হবে।

  6. 6

    এবার তেতুল ভিজিয়ে রাখতে হবে। তারপর ঐ জল টা ছেঁকে নিতে হবে। এবার ঐ জলে নুন আনদাজ মতো বীটনুন, ভাজা মশলা, লেবুপাতা এই সব দিয়ে একটা টেস্টি জল বানাতে হবে।

  7. 7

    এবার দই তে নুন, চিনি দিয়ে ফেটিয়ে রাখতে হবে।

  8. 8

    সব উপকরণ রেডি।দই তৈরি,আলু মাখা তৈরি, ফুচকা তৈরি, তেতুল জল তৈরি, ঝুড়ি ভাজা, তেতুল র মিঠা চাটনি ।

  9. 9

    এবার ফুচকা র মাঝে ফুটো করে আলু মাখা,দই,মিঠে চাটনি,ঝুড়ি ভাজা দিয়ে, টক জল দিয়ে সংগে সংগে খেতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes