পটল আলু মিষ্টিকুমড়োর ডালনা(Alu potol mishti kumror dalna recipe i

SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০

#GA4
#week26

ষট্ বিংশ সপ্তাহের ধাঁধা থেকে "পটল"(পয়েন্টেড গোর্ড)শব্দ বেছে নিয়ে আমি পটল আলু মিষ্টিকুমড়ো দিয়ে ডালনা রান্না করেছি

পটল আলু মিষ্টিকুমড়োর ডালনা(Alu potol mishti kumror dalna recipe i

#GA4
#week26

ষট্ বিংশ সপ্তাহের ধাঁধা থেকে "পটল"(পয়েন্টেড গোর্ড)শব্দ বেছে নিয়ে আমি পটল আলু মিষ্টিকুমড়ো দিয়ে ডালনা রান্না করেছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৩ জন
  1. ১২ টা পটল
  2. ৩ টে মাঝারি আলু
  3. ২৫০ গ্রাম মিষ্টিকুমড়ো
  4. ১ টা মাঝারি টমেটো
  5. ২ টো তেজপাতা
  6. ১/২ চা চামচ গোটা জিরে
  7. ২ টেবিল চামচ জিরে গুঁড়ো
  8. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচ হলুদ
  10. ১ চা চামচ শুকনোলঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ গরমমশলা গুঁড়ো
  12. স্বাদ মতো নুন চিনি
  13. ১/২ চা চামচ ঘি
  14. পরিমাণ মতো সর্ষে তেল
  15. প্রয়োজন মতো গরম জল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    পটল, আলু আর মিষ্টিকুমড়োর খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে ধুয়ে নিতে হবে। টমেটো ধুয়ে কুচিয়ে নিতে হবে।গরমমশলা বাদে বাকি সব গুঁড়োমশলা ও নুন একটা বাটিতে নিয়ে ১/৪ কাপ জল দিয়ে গুলে রাখতে হবে

  2. 2

    কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে হবে। নুন হলুদ মাখিয়ে পটল,আলু আর মিষ্টিকুমড়ো একে একে ভেজে তুলে নিতে হবে

  3. 3

    এরপর ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে জিরে ভাজার গন্ধ ছাড়লে টমেটো কুচি দিতে হবে।টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে জল দিয়ে গুলে রাখা মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে তেল ছাড়লে ভেজে রাখা সব্জি গুলো দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে

  4. 4

    এরপর পরিমাণ মতো জল,স্বাদ মতো চিনি আর তিনটে কাঁচালঙ্কা দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিতে হবে।ফুটে উঠে ঝোল ঘন হয়ে পরিমাণ মতো হলে ওপরে ঘি গরমমশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে

  5. 5

    ২-৩ মিনিট পরে ঢাকা খুলে সমস্তটা ভালো করে নেড়ে নিয়ে বাটিতে ঢেলে রাখতে হবে।খাবার সময় পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০
এক গৃহবধূ।নিজে খেতে খুব একটা ভালোবাসিনা।কিন্তু নতুন নতুন রান্না করেসবাইকে খাওয়ানোর পরে তাদের মুখের হাসিটা দেখতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes