পটল আলু কষা (potol aloo kosha recipe in Bengali)

Sudipa Daw
Sudipa Daw @sudipa73

পটল আলু কষা (potol aloo kosha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 200 গ্রামপটল
  2. 1 টাআলু কুচি করা
  3. 1 টিবড় টমেটো
  4. 6কোয়া রসুন
  5. স্বাদ মত কাঁচা লঙ্কা
  6. প্রয়োজন মতনুন ও চিনি
  7. 1/2 চা চামচকরে দারচিনি,জায়ফল ও ছোট এলাচ গুঁড়ো
  8. 1+1 চা চামচ ধনে ও জিরে গুঁড়ো
  9. 1 চা চামচহলুদ গুঁড়ো
  10. 2 চা চামচঘি
  11. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  12. প্রয়োজন অনুযায়ীতেজপাতা ও দারচিনি ফোড়নের জন্য
  13. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  14. 1 টি বড় পেঁয়াজ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পটল ওআলু লম্বা টুকরো করে কেটে নিতে হবে ।

  2. 2

    কড়াইতে সর্ষের তেল গরম করে আলু ও পটল হাল্কা লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ঐ তেলে তেই দরকার হলে আরও একটু তেল দিয়ে তেজপাতা ও দারচিনি ফোরন দিতে হবে। মিক্সিতে পেয়োজ, রসুন, টমেটো ও কশৌরি মেথি দিয়ে একটা পেস্ট বানিয়ে তেলের মধ্যে দিয়ে নুন ও চিনি, ধনে ও জিরে গুড়া দিয়ে ভালো করে কষে নিতে হবে।

  4. 4

    মশলা কষে উপরে তেল ভেসে উঠলে এর মধ্যে আগে থেকেই ভেজে রাখা আলু ও পটল দিয়ে কষাতে হবে। এই সময় প্রয়োজন হলে সামান্য গরম জল দিতে হবে। মাখা মাখা হয়ে এলে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudipa Daw
Sudipa Daw @sudipa73

মন্তব্যগুলি

Similar Recipes