দক্ষিণী আলুর দম (dakshini aloor dum recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

দক্ষিণী আলুর দম (dakshini aloor dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩ জনের জন্যে
  1. ৫ টা বড় আলু চার টুকরো করে কাটা
  2. ৪টেবিল চামচ দই
  3. ১/২ কাপ নারকেল দুধ
  4. ৪ টে শুকনো লঙ্কা
  5. ৩ টে কাঁচা লঙ্কা
  6. ১৫-২০ টা কারি পাতা
  7. ১ চা চামচ গোটা সর্ষে
  8. স্বাদ মতনুন
  9. ১/২ চা চামচ চিনি
  10. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  11. ১ চা চামচ রসুন বাটা
  12. ১ চা চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    আলু খোসা ছাড়িয়ে এক একটা আলু চার পিস করে কেটে নিতে হবে। তারপর অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে, ছাঁকা তেলে লালচে করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    ঐ তেলেই সর্ষে, শুকনো ও কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। সর্ষে ফাটতে শুরু করলে কারি পাতা দিয়ে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধ না চায়।

  3. 3

    তারপর মসলার সাথে নুন, ও ফেটানো দই দিয়ে কষে অল্প নারকেল র দুধ দিতে হবে। *আলু সেদ্ধ র সময় নুন দেওয়া আছে টাই অল্প নুন দিতে হবে।*

  4. 4

    একটু নাড়া চাড়া করে ভেজে রাখা আলু, চিনি দিয়ে কষতে হবে। তারপর আবার বাকি নারকেল দুধ টা দিয়ে ভালো করে কষে গা মাখা মাখা করে নামিয়ে নিতে হবে।

  5. 5

    পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে। লুচি পরোটা র সাথে খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes