পুর ভরা আলুর দম (pur bhora aloor dum recipe in Bengali)

Priya Dutta
Priya Dutta @cook_29543173

নিরামিষ আলুর দম
লুচির সাথে খাওয়ার জন্য খুব ভালো।

পুর ভরা আলুর দম (pur bhora aloor dum recipe in Bengali)

নিরামিষ আলুর দম
লুচির সাথে খাওয়ার জন্য খুব ভালো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
2জন
  1. ২ টোআলু
  2. পরিমাণ মতোবিট, গাজর, ফুলকপি নারকেল সব কুচি করে কেটে নেওয়া
  3. ১ চা চামচকর আদা বাটা ,জিরে বাটা
  4. পরিমাণ মতোসাদা তেল
  5. ১ চা চামচ ঘী
  6. ১/২ চা চামচগরম মশলা
  7. ১ চা চামচ করে টম্যাটো বাটা , কাজু বাটা

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    আলুর মধ্যে থেকে কেটে গোল করে নিতে হবে যাতে ওর মধ্যে পুর ভরা যায়। এবার সাদা তেলে ডুবো তেলে ভেজে নিতে হবে। এবার কড়াইতে ঘী দিয়ে সব সবজি খুব ভালো করে ভেজে নিয়ে কাজু কিশমিশ দিয়ে জিরে আদা বাটা দিয়ে কষিয়ে ডাকা দিয়ে সেদ্ধ করে গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  2. 2

    এবার ওই পুর পকেট করা ভেজে রাখা আলুর মধ্যে ভরে একটু ময়দা মেখে মুখ টা আটকে দিতে হবে।
    আবার কড়াইয়ে তেল ঘী দিয়ে গরম মসলা আস্ত দিয়ে জিরে আদা বাটা দিয়ে টমেটো বাটা দিয়ে কষিয়ে

  3. 3

    নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কাজু বাটা দিয়ে কষিয়ে অল্প জল দিয়ে ফুটে ঘন হলে তাতে পুর ভরা আলু দিয়ে ফুটিয়ে ঘী গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priya Dutta
Priya Dutta @cook_29543173

মন্তব্যগুলি

Similar Recipes

More Recipes