ছোট আলুর কোরমা (Aloor korma recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#asr
প্রত‍্যক বার অষ্টমীর উপসোর পর লুচির সঙ্গে আলুর দম হয়,তাই আলুর এই নিরামিষ পদ টি দিলাম, শুধু লুচি নয় ফ্রাইডরাইসের সঙ্গেও খুব ভালো লাগে।

ছোট আলুর কোরমা (Aloor korma recipe in Bengali)

#asr
প্রত‍্যক বার অষ্টমীর উপসোর পর লুচির সঙ্গে আলুর দম হয়,তাই আলুর এই নিরামিষ পদ টি দিলাম, শুধু লুচি নয় ফ্রাইডরাইসের সঙ্গেও খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৪জন
  1. ৫০০গ্ৰাম আলু
  2. ১/২কাপ টকদই
  3. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  4. ১/২ চা চামচ আদা কুচি করে কাটা
  5. ১০টি কাজু
  6. ১ চা চামচ লঙ্কা বাটা
  7. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  12. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা ফোঁড়ন
  13. ৮-১০ টি গোলমরিচ ফোঁড়ন
  14. ১/২চা চামচ+২টো+২টো জিরে লঙ্কা ও তেজপাতা ফোঁড়ন
  15. ১ চা চামচ গরম মশলা
  16. ১ চা চামচ ঘি
  17. ২ ফোঁটা কেওড়ার জল
  18. ১/২ চা চামচ জয়িত্রী গুঁড়ো
  19. প্রয়োজন অনুযায়ীসাদা তেল রান্নার জন্য

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কাজু শুখনো খোলায় ভেজে মিক্সিতে দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি।

  2. 2

    এই রান্নায় তেল একটু বেশি লাগে।কড়াইয়ে তেল গরম হলে জিরে, তেজপাতা, লঙ্কা ও গোটা গরম মশলা ও গোলমরিচ ফোড়ন দিয়ে আলু গুলো ও নুন,হলুদ গূড়ো দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার আদাকুচি,লঙ্কা গুড়ো কাশ্মীরী লঙ্কা গুড়ো দিয়ে আরোও মিনিট দুয়েক ভেজে নিয়ে দইয়ের মিক্স দিয়ে ভালো করে কম আচে কযাতে হবে, জিরে গুড়ো,ধনেগুড়ো,লঙ্কা বাটাদিয়ে ও একটু জল দিয়ে আরও একটু কযিয়ে নিয়ে জল দিয়ে ও পরিমাণ মতো নুন,চিনি দিয়ে ঢেকে রান্না করতে হবে।

  4. 4

    ঝোল বেশ ঘন হয়ে এলে গরম মশলা গুড়ো ও ২ফোটা কেওড়ার জল দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ১চামচ ঘি ও জয়িত্রি গুড়ো দিয়ে গ‍্যাস বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে।এবার প্লেটে ঢেলে ওপরে ধনেপাতা কুচি ও লঙ্কা দিয়ে সাজিয়ে লুচি, পরোটার সঙ্গে সার্ভ করলেই হলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes