বাঁধাকপির পকোড়া (Bandhakopi pakora recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#GA4
#week14
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ক্যাবেজ বা বাঁধাকপি বেছে নিয়েছি।

বাঁধাকপির পকোড়া (Bandhakopi pakora recipe in Bengali)

#GA4
#week14
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ক্যাবেজ বা বাঁধাকপি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ বাঁধাকপি (ছোট সাইজের)
  2. ১/২ কাপ বেসন
  3. ৩টেবিল চামচ চালের গুঁড়ো
  4. ২টো কাঁচা লঙ্কা কুচি
  5. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  6. ১/২ চা চামচ আদা বাটা
  7. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদ মতন লবণ
  10. পরিমান মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বাঁধা কপি মিহি করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    সেদ্ধ কপির সাথে বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। প্রয়োজন পড়লে অল্প জল দিতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে কম আঁচে ছোট ছোট পকোড়া সোনালী করে ভেজে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes