বাঁধাকপির কালিয়া(bandhakopir kalia recipe in Bengali)

Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

#GA4
#Week14
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বাঁধাকপি শব্দটি বেছে নিলাম। নিরামিষ বাঁধাকপির কালিয়া খেতে খুব ভালো হয়।

বাঁধাকপির কালিয়া(bandhakopir kalia recipe in Bengali)

#GA4
#Week14
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বাঁধাকপি শব্দটি বেছে নিলাম। নিরামিষ বাঁধাকপির কালিয়া খেতে খুব ভালো হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 জন
  1. 1 টি ছোট বাঁধাকপি
  2. 1/2 কাপবেসন
  3. 2 টিটমেটো
  4. 1 ইঞ্চিআদা
  5. 2 টিকাঁচা লঙ্কা
  6. 1টেবিল চামচ চারমগজ
  7. 1 চা চামচজিরে গুঁড়ো
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1 চা চামচগরম মসলা গুঁড়ো
  11. স্বাদমতোলবণ
  12. পরিমাণ মতোতেল
  13. 1 চা চামচঘি
  14. ফোঁড়নের জন্য
  15. 1/2 চা চামচজিরে
  16. 2 টিশুকনো লঙ্কা
  17. 2 টিছোট এলাচ
  18. 1/2 ইঞ্চিদারুচিনি
  19. 2 টিলবঙ্গ
  20. 1 টিতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    বাঁধাকপি মোটা স্লাইস করে কেটে নিয়ে, গরম জলে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    লবণ হলুদ মিশিয়ে, বেসনের একটা গোলা তৈরি করে নিতে হবে।

  3. 3

    সেদ্ধ করে রাখা বাঁধাকপির স্লাইস বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    টমেটো, আদা কাঁচা লঙ্কা আর চারমগজ একসাথে বেটে পেস্ট তৈরি করে নিতে হবে।

  5. 5

    গরম তেলে ফোড়ন দিয়ে তাতে বেটে রাখা মশলা দিয়ে ভাজতে হবে।

  6. 6

    মশলার কাঁচা গন্ধ চলে গেলে, এরমধ্যে সব গুঁড়ো মসলা দিয়ে কষাতে হবে।

  7. 7

    মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। ঝোল ফুটে উঠলে এরমধ্যে ভেজে রাখা বাঁধাকপির টুকরো দিয়ে কিছু সময় ফুটতে দিতে হবে।

  8. 8

    এবার এতে ঘি আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে।

  9. 9

    পোলাও পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে বাঁধাকপির কালিয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

Similar Recipes