চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

Parnali Chatterjee
Parnali Chatterjee @cook_25593476

চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কেজি বাসমতী চাল
  2. ১.৫ কেজি চিকেন
  3. ৪টে আলু
  4. ৪ টে সেদ্ধ ডিম
  5. ১ চা চামচ গোলমরিচ
  6. ৩ টে লবঙ্গ
  7. ৪ টে এলাচ
  8. ২ টুকরো দারুচিনি
  9. ১ টা স্টার অ্যানিস
  10. ২টো তেজপাতা
  11. ১চা চামচ সাজিরা
  12. ২ টো পেঁয়াজ কুচি
  13. ১ টা টমেটো কুচি
  14. ১ চা চামচ আদা বাটা
  15. ১ চা চামচ রসুন বাটা
  16. ১ কাপ দুধ কেশর ভেজানো
  17. ১ ফোঁটা আতর
  18. ১ টেবিল চামচ বিরিয়ানি মসলা
  19. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  20. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  21. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  22. প্রয়োজন অনুযায়ীতেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বাসমতি চাল ধুয়ে ফুটন্ত জলে দিন এবং নিম্ন মিশিয়ে নিন।ভাত ফুটে উঠলে নামিয়ে জল ঝরিয়ে সরিয়ে রাখা

  2. 2

    আলু চার টুকরো করে কেটে নিন এবং ডিম সেদ্ধ নুন হলুদ মাখিয়ে নিন।প্যানে তেল গরম করে আলু এবং ডিম ভেজে তুলে নিন

  3. 3

    চিকেন ধুয়ে নিন হলুদ মাখিয়ে নিন এবং প্যানে তেল গরম করে গোটা গরম মসলা তেজপাতা জিরা ফোড়ন দিন

  4. 4

    পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজুন এবং লালচে হলে চিকেনের টুকরো গুলো দিয়ে দিন

  5. 5

    ঢাকা দিয়ে চিকেন ভাজুন এবং হলুদ লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিন।এবার আলু দিয়ে দিন এবং টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে গরম মসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিন

  6. 6

    ঘি গরম করে তাতে বিরিয়ানির মসলা ও গরম মসলা দিয়ে বাটিতে ঢেলে রাখুন।হাঁড়িতে প্রথমে ভাত সাজিয়ে নিন তার ওপর চিকেনের টুকরো দিয়ে ভাত দিয়ে ঢাকা দিন

  7. 7

    বিরিয়ানী মসলা গরম মসলা ঘি কিছুটা দিয়ে দিয়ে দিন।আবার ভাত দিয়ে ঢাকা দিয়ে দিন এবং চিকেন ও আলুর টুকরো সাজিয়ে ঘি গরম মসলা দেওয়া ঘি ও দুধ দিয়ে ওপরে ডিম সেদ্ধ দিন

  8. 8

    এবার কেশর ভেজানো দুধ দিয়ে দিন।এভাবে 10-15 মিনিট দমে রাখুন এবং

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Parnali Chatterjee
Parnali Chatterjee @cook_25593476

মন্তব্যগুলি

Similar Recipes