ভেজিটেবল বিরিয়ানি (Vegetable biryani recipe in Bengali)

Mihika Mukherjee
Mihika Mukherjee @cook_mihika11

ভেজিটেবল বিরিয়ানি (Vegetable biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 -3 জন
  1. ১ কেজি চাল
  2. ২ টো ফুলকপি
  3. ১.৫ টা গাজর
  4. ১/২ কাপ মটরশুঁটি
  5. ১০০ গ্রাম বিন্স
  6. ২ টো টমেটো
  7. ১ টেবিল চামচ আদা বাটা
  8. ১ টেবিল চামচ কসুরি মেথি
  9. ১/২ কাপ টকদই
  10. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  11. ১ চা চামচ কাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
  12. ১ চা চামচ বিরিয়ানি মসলা
  13. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  14. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  15. স্বাদ মতনুন ও চিনি
  16. পরিমাণ মতকেশর ভেজানো দুধ
  17. ২ ফোঁটা মিষ্টি আতর
  18. পরিমাণ মততেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    চাল ধুয়ে জল ঝরিয়ে নিন এবং গোটা গরম মশলা ও নুন দিয়ে জল ফুটিয়ে তাতে ভাত অর্ধেক সেদ্ধ করে জল ঝরিয়ে নিন

  2. 2

    সব সব্জী টুকরো টুকরো করে কেটে নিন এবং টকদই, আদা বাটা, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন মিশিয়ে নিন

  3. 3

    তেল‌ ও ঘি গরম করে তাতে গোটা গরম মসলা দিয়ে দিন এবং ম্যারিনেট করা সব্জী দিয়ে ভালো করে ভাজুন, টমেটো ও আদা বাটা দিয়ে দিন

  4. 4

    এবারে হাঁড়িতে ঘি দিয়ে ভালো করে গরম হলে প্রথম এ ভাত দিয়ে দিন তার ওপর সব্জী ও কেশর এবং আতর দিয়ে আবার ভাত ও সব্জী দিয়ে কেশর আতর দিয়ে দিন

  5. 5

    বিরিয়ানি মসলা ও ঘি দিয়ে দমে রাখুন এবং পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mihika Mukherjee
Mihika Mukherjee @cook_mihika11

মন্তব্যগুলি

Similar Recipes