এঁচোড়ের ডালনা(enchor er dalna recipe in Bengali)

Ranjita Shee
Ranjita Shee @cook_26432694
সন্তোষপুর , কলকাতা

এঁচোড়ের ডালনা(enchor er dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৮ জন
  1. ৫০০ গ্রাম এঁচোড়
  2. ২০০ গ্রাম আলু
  3. ২ চা চামচ গোটা জিরে
  4. ২ টি তেজপাতা
  5. ২ টেবিল চামচ কাজুবাদাম বাটা
  6. ২ টেবিল চামচ পোস্ত বাটা
  7. ২ টেবিল চামচ আদা জিরা বাটা
  8. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  9. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  10. ২ চা চামচ গরম মসলার গুঁড়ো
  11. ২ টেবিল চামচ ঘি
  12. স্বাদ মতোলবণ ও চিনি
  13. পরিমাণ মত তেল
  14. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    এঁচোড় আর আলু ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    কড়ায় তেল নিয়ে তাতে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিতে হবে। এরপর তাতে সমস্ত বাটা মসলা লবণ,চিনি, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    কষানো মসলায় মধ্যে সেদ্ধ করা আলু আর এঁচোড় দিয়ে কষে নিয়ে সামান্য জল দিয়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে ঘি ও গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তৈরি এঁচোড়ের ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ranjita Shee
Ranjita Shee @cook_26432694
সন্তোষপুর , কলকাতা
আমি রান্না করতে ভালোবাসি । নতুন নতুন রান্না শিখতে ভালো লাগে । লোককে খাওয়াতে ও নিজে খেতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes