দুধ শুক্তো (doodh shukto recipe in Bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#ঠাকুরবাড়ির২০২১
ঠাকুরবাড়ির সকলেই ছিলেন ভোজনরসিক। তাঁদের বাড়ির গিন্নিরা হাতের জাদুতে ভরিয়ে রাখতেন সকলের মন। বিশেষত ইন্দিরা দেবী চৌধুরানী। নিজে যে রন্ধন পটিয়সী ছিলেন এমনটা নয়, কিন্তু দেশে বিদেশে যেখানেই ভালো কোনও খাবার খেতেন তার রেসিপি লিখে রাখতেন। এই ভাবে রেসিপি জমতে জমতে ভরে উঠল খাতা। সেই অমূল্য খাতা তিনি দিয়ে গেলেন পূর্ণিমা ঠাকুরকে।আর তাঁর রান্নার বই থেকেই সামান্য পরিমার্জন নেওয়া একটি পদ ‘দুধশুক্তো’ আজ রান্না করেছি ।

দুধ শুক্তো (doodh shukto recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
ঠাকুরবাড়ির সকলেই ছিলেন ভোজনরসিক। তাঁদের বাড়ির গিন্নিরা হাতের জাদুতে ভরিয়ে রাখতেন সকলের মন। বিশেষত ইন্দিরা দেবী চৌধুরানী। নিজে যে রন্ধন পটিয়সী ছিলেন এমনটা নয়, কিন্তু দেশে বিদেশে যেখানেই ভালো কোনও খাবার খেতেন তার রেসিপি লিখে রাখতেন। এই ভাবে রেসিপি জমতে জমতে ভরে উঠল খাতা। সেই অমূল্য খাতা তিনি দিয়ে গেলেন পূর্ণিমা ঠাকুরকে।আর তাঁর রান্নার বই থেকেই সামান্য পরিমার্জন নেওয়া একটি পদ ‘দুধশুক্তো’ আজ রান্না করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৫ জন
  1. ২ টি আলু লম্বা করে কেটে ভেজে রাখা
  2. ২ টি কাঁচকলা লম্বা করে কেটে সামান্যহলুদ মাখিয়ে ভেজে রাখা
  3. ১টি বেগুন লম্বা করে কেটে সামান্যহলুদ মাখিয়ে ভেজে রাখা
  4. ৪-৫ টি কচু লম্বা করে কেটে ভেজে রাখা
  5. ২ টি মূলো লম্বা করে কেটে ভেজে রাখা
  6. ২ টি রাঙা আলু লম্বা করে কেটে ভেজে রাখা
  7. ১টি ছোট কাঁচা পেঁপে লম্বা করে কেটে ভেজে রাখা
  8. ৩ টি সজনে ডাঁটা লম্বা করে কেটে ভেজে রাখা
  9. ৬-৭ টি বরবটী লম্বা করে কেটে ভেজে রাখা
  10. ১ টি উচ্ছে লম্বা করে কেটে ভেজে রাখা
  11. ১০-১২ টি বড়ি ভেজে রাখা
  12. ১ চা চামচ পাঁচফোড়ন
  13. ১ টি তেজপাতা
  14. ২ চা চামচ আদা বাটা
  15. ২ চা চামচ সর্ষে-পোস্ত বাটা
  16. ২ কাপ দুধ
  17. ৩ টেবিল চামচ ঘি
  18. ২ চা চামচ চিনি
  19. স্বাদ মতোনুন
  20. ১/২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটি কড়াইতে ৩ টেবিল চামচ ঘি গরম করে তাতে ১ চা চামচ পাঁচফোড়ন ও ১ টি তেজপাতা ফোড়ন দিতে হবে । এরপর তাতে এক-এক করে ভেজে রাখা সব্জি গুলো দিতে হবে ।

  2. 2

    তারপর সব্জি গুলো খুব সাবধানে একটু নাড়তে হবে । এবার তাতে ২ চা চামচ আদা বাটা, ২ চা চামচ সর্ষে-পোস্ত বাটা, ২ কাপ দুধ, ২ চা চামচ চিনি ও স্বাদমতো নুন দিয়ে মিনিট ১০ ঢিমে আঁচে রান্না করতে হবে । প্রয়োজনে সামান্য জল দেওয়া যেতে পারে ।

  3. 3

    ১০ মিনিট পর ১০-১২ টি ভেজে রাখা বড়ি ও ১/২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে গরম-গরম ভাতের সহযোগে পরিবেশন করতে হবে ঠাকুরবাড়ির দুধশুক্তো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

Similar Recipes