দই কাতলা (Doi katla recipe in Bengali)

Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )

দই কাতলা (Doi katla recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/2 কাপটক দই
  2. 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা
  3. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  4. 1চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  5. 2টেবিল চামচ টমেটো বাটা
  6. 1চা চামচ জিরে গুঁড়ো
  7. 1 চা চামচধনে গুঁড়ো
  8. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. স্বাদ মতনুন
  10. 1/2 চা চামচচিনি
  11. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  12. 1/2 কাপসর্ষের তেল
  13. 1টেবিল চামচ গোটা গরম মসলা
  14. 1 টিপেঁয়াজ কুচি
  15. 2টেবিল চামচ পোস্ত চারমগজ বাটা
  16. 1টেবিল চামচ ঘি
  17. 4 টুকরোকাতলা মাছের গাদা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছের গাদা নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে তুলে রাখতে হবে

  2. 2

    একটা বাটিতে টক দই নিয়ে তাতে সমস্ত গরম মসলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে

  3. 3

    কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো কুচি দিয়ে ভাজতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত

  4. 4

    পেঁয়াজ বেশ ভালো মত ভাজা হলে ফেটানো দইয়ের মিশ্রণ পোস্ত চারমগজ বাটা দিয়ে ভালো করে কষাতে হবে হালকা আঁচে মসলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত

  5. 5

    মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে পরিমাণমতো জল দিয়ে ফুটাতে হবে 10 থেকে 15 মিনিট

  6. 6

    গ্রেভি বেশ ভালো মতো ফোটানো হলে ভাজা মাছ দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে হালকা আঁচে

  7. 7

    সবশেষে গরম মসলা গুঁড়ো অল্প এবং ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে তারপর পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )
Cooking is my passion and love.
আরও পড়ুন

মন্তব্যগুলি (13)

Similar Recipes