চিকেন চাপ (Chicken Chap Recipe in Bengali)

Rubia Begam
Rubia Begam @cook_200789

#খুশিরঈদ
ঈদে সাধারণত আমরা শাহী খাবার বানাই বিরিয়ানি পোলাও।যেকোনো বিরিয়ানির সাথে চাপ খেতে খুব ভালো লাগে।তাই আমি বানিয়েছি কলকাতা স্টাইলে চিকেন চাপ।

চিকেন চাপ (Chicken Chap Recipe in Bengali)

#খুশিরঈদ
ঈদে সাধারণত আমরা শাহী খাবার বানাই বিরিয়ানি পোলাও।যেকোনো বিরিয়ানির সাথে চাপ খেতে খুব ভালো লাগে।তাই আমি বানিয়েছি কলকাতা স্টাইলে চিকেন চাপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জন
  1. ২ টি বড় লেগ পিস মুরগির
  2. স্বাদমতোনুন ও চিনি
  3. ৩ টেবিল চামচ ঘি
  4. ২ টেবিল চামচ সাদা তেল
  5. ১ টি মাঝারিপেঁয়াজ
  6. ১ ইঞ্চি আদা
  7. ৭-৮ টি রসুন কোয়া
  8. ৪ টি কাঁচা লঙ্কা
  9. ২ টেবিল চামচ পোস্ত বাটা
  10. ৭-৮ টি কাজু বাদাম
  11. ১ টেবিল চামচ মগজদানা
  12. ১০০ গ্রাম টক দই
  13. ২ টেবিল চামচ বেসন
  14. চাপের মশলা
  15. ১ চা চামচ সাজিরে
  16. ১ চা চামচ সামরিচ
  17. ২ টি ছোট এলাচ
  18. ২ টি লবঙ্গ
  19. ১ টি মাঝারি দারচিনি
  20. ১/৪ জায়ফল
  21. ১/৪ জয়িত্রী
  22. তরল উপকরণ
  23. ২ চা চামচ গোলাপ জল
  24. ২ চা চামচ কেওড়া জল
  25. ২-৩ ফোঁটা মিঠা আতর
  26. ২ টেবিল চামচ দুধ
  27. ১ চিমটি কেশর

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    সাজিরে সামরিচ লবঙ্গ এলাচ জায়ফল জয়ত্রি দারচিনি সব শুকনো কড়াইয়ে একটু হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে মশলা করে নিতে হবে।

  2. 2

    চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।পিয়াঁজ রসুন আদা কাঁচা লঙ্কা কেটে একজায়গায় করে নিতে হবে।টক দই নিতে হবে।

  3. 3

    কাজু বাদাম ও মগজদানা ২০ মিনিট আগে ভিজিয়ে দিতে হবে।পোস্ত মেপে ঠিক করে নিতে হবে ভেজাতে হবে না।

  4. 4

    এরপর মিক্সিং জার এ প্রথমে পোস্ত শুকনো গুড়িয়ে নিতে হবে।তারপর পিয়াঁজ আদা রসুন কাজু মগজ দানা টক দই কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে পেস্ট করে নিতে হবে।

  5. 5

    পেস্ট করা মসলা ভালো করে চিকেনের মধ্যে মেশাতে হবে।ওই মসলার মধ্যে ৩ চা চামচ চাপের মশলা, নুন,বেসন,গোলাপ জল,কেওড়া জল ও আতর মিশিয়ে এক রাত ম্যারিনেট করে রাখতে হবে।সময় কম থাকলে ৩ থেকে ৪ ঘন্টা রাখা যেতে পারে।

  6. 6

    এরপর ননস্টিক ফ্রাইং প্যানে ঘি ও সাদা তেল গরম করে তাতে প্রথমে চিকেন পিস গুলো দিতে হবে।একটু ভেজে নিতে হবে।তারপর বাকি মশলা টা দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকা দিতে হবে।কোনো জল দেওয়া হবে না।চিনি দিতে হবে।মাঝে মাঝে ঢাকনা খুলে আস্তে আস্তে নাড়তে হবে।

  7. 7

    প্রায় ৩০ মিনিট মতো হলে চিকেন সেদ্ধ হলে আগে থেকে দুধে গুলে রাখা কেশর চিকেন এর উপর দিয়ে নামাতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rubia Begam
Rubia Begam @cook_200789

মন্তব্যগুলি (3)

Similar Recipes