দই মাছ (doi mach recipe in bengali)

Ranjita MUkhopadhyay
Ranjita MUkhopadhyay @cook_14098128

দই মাছ (doi mach recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জনের জন্য
  1. 3 টে বড় কাতলা মাছের টুকরো
  2. 1 টা মাঝারি পেঁয়াজ
  3. 1 টা ছোট টমেটো
  4. 1 টুকরোআদা
  5. 1-2 টো কাঁচালঙ্কা
  6. ১/৪ কাপ দই
  7. 1 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  8. ১ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  10. স্বাদ মতনুন, চিনি
  11. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মসলা (দারচিনি, এলাচ, লবঙ্গ)
  12. পরিমাণ মততেল (মাছ ভাজার জন্য)
  13. ২ টেবিল চামচ সাদা তেল(কারি বানানোর জন্য)
  14. ১ টেবিল চামচ ঘি
  15. ১/২ চা চামচ গোটা জিরা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মাছের পিসগুলি প্রথমে নুন, হলুদ মাখিয়ে ভালকরে ভেজে নিতে হবে। পেঁয়াজ,আদা, টমেটো, কাঁচালঙ্কা মিক্সী তে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একটা পাত্রে জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মসলার গুঁড়া, নুন, চিনি, দই দিয়ে ভালো করে মিক্স করে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরা ও গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজের পেস্ট টা দিয়ে ভালো করে ভাজতে হবে। তাতে ঘি যোগ করতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দই এর পেস্ট টা যোগ করে ভালোকরে কষাতে হবে।তাতে অল্প জল দিয়ে একটু ফোটাতে হবে। একটু ফুটে উঠলে তাতে মাছ গুলি দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে ফোটাতে হবে।

  3. 3

    একটু গ্রেভি হলে আর তেল ছাড়লে গ্যাস বন্ধ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম এ রাখতে হবে।
    গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে দই মাছ। এটা একটু মিষ্টি ভাব থাকে আর টমেটো ও দই এর মিশ্রন এর জন্য থাকে টক(sour) ভাব। গরম ভাত এর সাথে খুব ই উপাদেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ranjita MUkhopadhyay
Ranjita MUkhopadhyay @cook_14098128

Similar Recipes