কিমাদিয়ে ডিমের ডেভিল (kima diye dimer devil recipe in bengali)

Dolly Saha
Dolly Saha @cook_30392563

কিমাদিয়ে ডিমের ডেভিল (kima diye dimer devil recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম মটন কিমা
  2. ২ টেবিল চামচ আদা ও রসুন বাটা
  3. ২ টেবিল চামচ পিয়াঁজ বাটা
  4. ১ টা আলু
  5. ১ চা চামচ গরমশলা
  6. ২ কাপ সাদা তেল
  7. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদমতোনুন
  10. ১/২ চা চামচচিনি
  11. ৪ টে হাঁসের ডিম
  12. ২ টেবিল চামচ টমেটো সস
  13. পরিমান মতোকর্নফ্লাওয়ার
  14. পরিমাণমতোব্রেডক্রাম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডিম ও আলু সিদ্ধ করে নিতে হবে । ডিম ও আলু র খোসা ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    একটি কড়াই তে ৩ টেবিল চামচ রিফাইন্ড তেল নিয়ে গরম করে তাতে পিয়াঁজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,নুন দিয়ে ভালো করে কোষতে হবে, এবার মটন কিমা দিয়ে আবার কোষতে হবে। এবার এতে চিনি ও টমেটো সস দিয়ে সামান্য জল দিয়ে কিমা টা সিদ্ধ হতে দিতে হবে । জল শুকিয়ে কষা হয়ে এলে আলুসিদ্ধ ও গরমশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুর টা তৈরী করে নিতে হবে ।

  3. 3

    একটা পাত্রে কর্নফ্লাওয়ার ঘন করে গুলে নিতে হবে। আরো একটা পাত্রে ব্রেডক্রাম রাখতে হবে। এবার এক একটি গোটা ডিমের চার পাশে মাংসের পুর দিয়ে ডেভিলের আকারে গড়ে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে ব্রেডক্রাম মাখিয়ে রাখতে হবে । এই ভাবে সব কটি ডিম কে একি ভাবে গড়ে নিতে হবে

  4. 4

    এবার কড়াইতে বাকি তেল টা দিয়ে গরম হতে দিতে হবে, তেল গরম হলে ডিমের ডেভিল গুলো ভালো করে ভেঁজে তুলে নিতে হবে।

  5. 5

    কড়াই তে বাকি তেল দিয়ে গরম করে ডেভিল গুলো ভালো করে ভেঁজে তুলতে হবে।

  6. 6

    সস ও স্যালাট সহযোগে গরম গরম মটন কিমা দিয়ে হাঁসের ডিমের ডেভিল পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dolly Saha
Dolly Saha @cook_30392563

Similar Recipes