ডিমের ডেভিল (dimer devil recipe in bengali)

Nandini Mukherjee Ghosh
Nandini Mukherjee Ghosh @Nandini_94

ডিমের ডেভিল (dimer devil recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০ মিনিট
৫-৬ জন
  1. ৭ টা ডিম
  2. ৪ টে সেদ্ধ আলু
  3. ১ চা চামচরসুন বাটা
  4. ১চা চামচ আদা বাটা
  5. ২-৩ টে কাঁচালঙ্কা কুচি
  6. ১/২ চা চামচহলুদ গুড়ো
  7. ১ চা চামচ ভাজা মশলা
  8. ১/২ চা চামচগরমমশলা
  9. ২চা চামচধনেপাতা কুচি
  10. স্বাদমতো নুন
  11. স্বাদ মতগোলমরিচ গুঁড়ো অল্প
  12. ১চা চামচকর্নফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০ মিনিট
  1. 1

    ৬ টা ডিম সেদ্ধ করে নেব।

  2. 2

    সিদ্ধ আলু ভালোভাবে চটকে নিয়ে নুন, হলুদ গুড়ো, ভাজা মশলা, গরম মশলা, লংকা কুচি,ধনেপাতা কুচি সব দিয়ে ভালোভাবে মেখে নেব।

  3. 3

    এবার কড়াইতে অল্প তেল গরম করে পেয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে আদা রসুন বাটা দিয়ে ৫ মিনিট মতো ভাজব।ভাজা হলে আলু মাখা টা দিয়ে ৩-৪ মিনিট মতো নেড়ে শুকনো করে নেব।

  4. 4

    এবার একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব। অল্প গোলমরিচ গুড়ো দেব। জল দিয়ে মিশিয়ে নেব। এবার কনফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ করে নেব।

  5. 5

    এবার একটা সেদ্ধ ডিম নিয়ে আলুর পুর দিয়ে ভালো ভাবে ভরাট করে নেব। এবার ডিমের মিশ্রনে ডুবিয়ে বিস্কুটের গুড়োতে ভালো ভাবে মাখিয়ে ডুবো তেলে ভেজে নেব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Mukherjee Ghosh

Similar Recipes