ঝুরি আলু ভাজা(jhuri aloo bhaja recipe in Bengali)

Debjani Paul
Debjani Paul @bake0clock

ঝুরি আলু ভাজা(jhuri aloo bhaja recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জনের জন্য
  1. ৩ টি বড় আলু
  2. ৩ টেবিল চামচ তেল
  3. ২টেবিল চামচ বাদাম
  4. ১ চা চামচ নুন
  5. ২টি শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখো।

  2. 2

    একটি বড় পাত্রে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে আলু গ্রেট করে দাও। এরপর বারবার ঠান্ডা জল দিয়ে আলু ধুয়ে জল ফেলে দাও।

  3. 3

    এরপর ১০মিনিট বরফ জলে আলুগুলো ভিজিয়ে রাখো

  4. 4

    তারপর ভালো করে জল চিপে চিপে ফেলে আলু কাটাগুলো অন্য একটি পাত্রে রাখো।

  5. 5

    কড়াইতে তেল গরম করে চিনে বাদাম আর শুকনো লঙ্কা ভেজে তুলে রাখো।

  6. 6

    ওই তেলে অল্প অল্প করে গ্রেট করা আলু ডুবো তেলে বাদামি রঙের করে ভেজে তুলে নাও।

  7. 7

    এরপরে বাদাম লঙ্কা আলু ভাজা মিশিয়ে উপরে নুন ছড়িয়ে পরিবেশন করে দাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Paul
Debjani Paul @bake0clock

মন্তব্যগুলি

Similar Recipes