চিকেন বির‍য়ানি(Chicken biriyani recipe in Bengali)

Micky Ghosh
Micky Ghosh @Indrani

চিকেন বির‍য়ানি(Chicken biriyani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

3 ঘন্টা
6 সারভিংস
  1. ৩ টাপেঁয়াজ
  2. ৩ টা আলু
  3. ২ টেবিল চামচ রসুন বাটা
  4. ১ টেবিল চামচ আদা বাটা
  5. ৪ টেবিল চামচ বিরিয়ানি মশলা
  6. ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ১ টেবিল চামচ গরম মশলা
  8. ২ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  9. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  10. ৪ টেবিল চামচ গোলাপ জল
  11. ৬ টেবিল চামচ কেওড়া জল
  12. ১ টেবিল চামচ জিরা
  13. ১ টেবিল চামচ ধনে
  14. ১/২কাপ দ‌ই
  15. ৪ ফোঁটা মিঠা আতর
  16. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  17. ১/২ কাপ দুধ
  18. ১/২কাপ সাদা তেল
  19. ৩ টেবিল চামচ ঘি
  20. ১ চা চামচ মাখন
  21. ৫০০ গ্ৰাম বাসমতী রাইস
  22. চিকেন
  23. স্বাদ মতনুন
  24. সামান্যকেশর

রান্নার নির্দেশ সমূহ

3 ঘন্টা
  1. 1

    চিকেন মেরিনেট করে রাখতে হবে 2 ঘন্টা,

  2. 2

    চাল ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট।ভাত তৈরী করতে গোটা গরম মশলা, সাদাতেল দিতে হবে।

  3. 3

    সেদ্ধ ভাত,ডিম আর আলু

  4. 4

    এবার সাদাতেল আর ঘি কড়ায় দিয়ে মেরিনেট করা মাংস দিতে হবে।রান্না করতে হবে যতক্ষণ না ৮০ শতাংশ সেদ্ধ হয়।

  5. 5

    সেদ্ধ ভাতে ঘি, বিরিয়ানি মশলা এবং নুন স্বাদ মত দিতে হবে।

  6. 6

    এবার আমার রাইজে চিকেন, ডিম,আলু দিয়ে সাজিয়ে উপর দিয়ে বিরিয়ানি মশলা, কেওড়া জল,গোলাপ জল,মিঠা আতর দিয়ে সাজাতে হবে।উপর দিয়ে সামান্য মাখন দিতে হবে।

  7. 7

    এবার হাড়ি টা কম চুলায় ৩০মিনিট রাখলেই বিরিয়ানি রেডি।

  8. 8

    এবার বিরিয়ানি রেডি। গরম গরম রায়তা আর সেলাডের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Micky Ghosh
Micky Ghosh @Indrani

মন্তব্যগুলি (5)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Besh bhalo laglo tomar recipe ta👍
Presentation tao gochano🍫
🌷
Amar recipe gulo somay pele dekhe like dio. Ichhe hole onusoron dio🌈

Similar Recipes