চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

Chhaya Chakraborty
Chhaya Chakraborty @cook_26201266

চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 4 টুকরোচিকেন
  2. 2টোআলু
  3. 1 টা ডিম
  4. 1 কাপবাসমতী চাল আধ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।
  5. 2 টো বড়ো পেঁয়াজ
  6. 1 টেবিল চামচরসুন,আদা বাটা
  7. 2টেবিল চামচ জিরা ধনিয়া
  8. 1 চা চামচবিরিয়ানী মশলা
  9. পরিমাণ মত গোটা গরম মশলা
  10. 1কাপ টক দই
  11. 1 কাপ বেরেস্ত্রা
  12. পরিমাণ মত ঘী
  13. পরিমাণ মত কেশর
  14. প্রয়োজন মত গোলাপ জল ,কেওড়া জ্‌ মিঠা আতর

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন টাকে ম্যরিনেট করে দুই ঘণ্টা রেখে দিন।

  2. 2

    এবার ডিম আর আলু ভেজে নিন

  3. 3

    একটি পাএে জল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা লবণ আর এক চামচ ঘী দিন

  4. 4

    জল ফুটে উঠলে চাল দিয়ে দিন একটু শক্ত থাকতে নামিয়ে নিন।

  5. 5

    এবার মেখে রাখা চিকেন টা রেধে নিন

  6. 6

    এবার একটি বড়ো পাএে ঘী মাখিয়ে প্রথমে ভাত দিন তারপর চিকেন দিয়ে তার উপরে বেরেস্ত্রা কেওড়া জল গোলাপ জল ঘী বিরিয়ানী মশলা মিঠা আতড় দিন

  7. 7

    এবার আবার ভাত দিয়ে তার উপর চিকেন ডিম আলু দিয়ে প্রথম ধাপে যে মশলা গুলো দেওয়া হেয়েছে সে গুলো আবার ছড়িয়ে দিয়ে পাএের মুখ ভালো করে ডেকে দিয়ে আধ ঘণ্টা দমে রেখে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhaya Chakraborty
Chhaya Chakraborty @cook_26201266

Similar Recipes