উচ্ছে দিয়ে মটর ডাল (ucche diye matar dal recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee
Sanghamitra Mandal Banerjee @sangha2020

উচ্ছে দিয়ে মটর ডাল (ucche diye matar dal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫-৫০মিনিট
৬-৮জনের জন্য
  1. ২০০গ্রাম মটর ডাল
  2. ৩টি উচ্ছে
  3. ২টি+ ৪-৫টি শুকনো লঙ্কা ও কাঁচালঙ্কা
  4. ১ চা চামচ আস্ত কালো সর্ষে
  5. ২টি তেজপাতা
  6. ২ চা চামচ আদাবাটা
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ৩টেবিল চামচসর্ষে তেল
  9. ২ চা চামচ ঘি
  10. পরিমান অনুযায়ীজল
  11. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪৫-৫০মিনিট
  1. 1

    মটর ডাল ধুয়ে ১০-১৫ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর ডালটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে এতে সামান্য নুন ও হলুদ দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিতে হবে।আদা পেস্ট করতে হবে।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে এতে অল্প নুন ও হলুদ দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো আধভাজা করে ভেজে নিতে হবে।

  4. 4

    সেই তেলে আস্ত শুকনোলঙ্কা, সরষে ও তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। এতে আদাবাটা দিয়ে একটু নেড়ে সেদ্ধ করা ডাল জল সহ এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার এতে স্বাদ অনুযায়ী চিনি, নুন ও আস্ত কাঁচালঙ্কাগুলো দিতে হবে। ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ফুটানোর জন্য।

  5. 5

    ডাল ভালো করে ফোটানোর পর ঘি দিয়ে নেড়ে আবার একটু ফোটাতে হবে।

  6. 6

    এরপর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanghamitra Mandal Banerjee

মন্তব্যগুলি

Similar Recipes