রেস্টুরেন্ট স্টাইলের ডাল ফ্রাই ( Restaurant style daal fry rcp b

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#ডালশান
এটি গরম ভাতের সাথে দারুণ লাগে ।

রেস্টুরেন্ট স্টাইলের ডাল ফ্রাই ( Restaurant style daal fry rcp b

#ডালশান
এটি গরম ভাতের সাথে দারুণ লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 100 গ্রামঅড়হর ডাল
  2. 100 গ্রামমুগ ডাল
  3. 50 গ্রামমুসুরি ডাল
  4. 1 টিপিঁয়াজ কুচি
  5. 1 চা চামচরসুন কুচি
  6. 1/2 চা চামচআদাবাটা
  7. 2 টিশুকনো লঙ্কা, 1 টি তেজপাতা
  8. 1/2 চা চামচগোটা জিরা
  9. স্বাদমতোনুন
  10. 2টেবিল চামচ সর্ষের তেল
  11. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  12. 1 চা চামচহলুদ গুঁড়ো
  13. 1 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  14. 2 টোকাঁচালঙ্কা
  15. 2 চা চামচধনেপাতা কুচি
  16. 1টেবিল চামচ ঘি
  17. 1 টিটমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে সব ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে একটু নুন, হলুদগুঁড়ো আর সামান্য তেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে ।

  2. 2

    তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরা ও তেজপাতা, ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে, পিঁয়াজ কুচি দিতে হবে ।

  3. 3

    পিঁয়াজ একটু লালচে হয়ে এলে তাতে একে একে আদাবাটা, টমেটো কুচি দিয়ে আরো 2 মিনিট কষিয়ে তাতে জিরাগুঁড়ো,হলুদগুঁড়ো,কাশ্মীরী লঙ্কাগুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দিতে হবে ।

  4. 4

    এরপর ডালে একটু গরম জল দিতে হবে । ডাল ফুটে ঘন হয়ে এলে কাঁচালঙ্কা চিরে ও ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে গ্যাসের ফ্রেম বন্ধ করে দিতে হবে ।

  5. 5

    এরপর কড়াইতে ঘি দিয়ে তাতে রসুন কুচি ফোড়ন দিয়ে তাতে সামান্য লঙ্কাগুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে সেটা ডালে ঢেলে মিশিয়ে দিতে হবে । তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে । তৈরী ডাল ফ্রাই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes