মোচার ধোঁকা (Mochar dhoka,recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#ডালশান
ডাল মোচার মেলবন্ধনে তৈরি সুস্বাদু এক পদ।

মোচার ধোঁকা (Mochar dhoka,recipe in Bengali)

#ডালশান
ডাল মোচার মেলবন্ধনে তৈরি সুস্বাদু এক পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টামোচা
  2. ৩০গ্রাম ছোলার ডাল
  3. ৩০গ্রাম মটর ডাল
  4. ১ টা বড় আলু
  5. ১চিমটি হিং
  6. ১+১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১/২+১/২ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২+১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ আদা বাটা
  12. ১ টা টমেটো
  13. ১ চা চামচ ঘি
  14. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. স্বাদ মতনুন,মিষ্টি
  16. পরিমাণ মতরান্নার জন্য সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মোচা বেছে ধুয়ে প্রেসারে নুন,হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি।

  2. 2

    দুরকম ডাল ৫ ঘন্টা ভাজিয়ে রেখে জল ঝডিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। সেদ্ধ মোচা ঠান্ডা হলে চটকে নিয়েছি।

  3. 3

    আলু ডুমো করে কেটে নিয়েছি।সমস্ত মশলা গুছিয়ে নিলাম।

  4. 4

    এবার কড়াইয়ে ২ টেবিল চামচ তেল দিয়ে গরম হলে হিং ফোড়ণ দিয়ে মোচা,ডাল বাটা,জিরে,ধনে,লঙ্কা,হলুদ,নুন,মিষ্টি দিয়ে নাড়তে হবে।কড়াই থেকে যখন ছেড়ে আসবে বুঝতে হবে মিশ্রণটি তৈরী হয়ে গেছে।

  5. 5

    এবার একটি থালায় তেল লাগিয়ে মিশ্রণ টি ঢেলে সমান করে দিতে হবে।ঠান্ডা হলে নিজের পছন্দ মত সেপে কেটে নিতে হবে।

  6. 6

    এবার প্যনে তেল গরম করে ধোকা গুলো ভেজে তুলতে হবে।আলু ভেজে তুলে নিতে হবে।
    বাকি গুড়োমশলা,আদা বাটা ও সামান্য জল দিয়ে পেস্ট করে রাখতে হবে।

  7. 7

    তেলে তেজপাতা,শুকনো লঙ্কা ফোড়ণ দিয়ে টম্যাটো কুচি ও চিনি দিয়ে নেড়ে মশলার পেস্ট দিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে।এবার গরম জল ও নুন দিতে হবে।ফুটে উঠলে ভেজে রাখা আলু দিতে হবে।আলু সেদ্ধ হয়ে এলে ধোকা দিয়ে ৩মিনিট রাখতে হবে।আঁচ থেকে নামিয়ে ঘি ও গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে ৫মিনিট রেখে পরিবেশন কর।
    ধোকা গুলো ঝোলে না দিয়ে এমনি ও ভাজা খেতে পার স্ন্যক্স হিসেবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes