মোগলাই চিকেন কোর্মা (muglai chicken korma recipe in Bengali)

Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

মোগলাই চিকেন কোর্মা (muglai chicken korma recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জন
  1. ৮০০ গ্রাম চিকেন
  2. ২ টোপেঁয়াজ কুচি (বেরেস্তা করার জন্য)
  3. ৩টেপেঁয়াজ মিহি করে কাটা
  4. ১টা টমেটো
  5. ২ টেবিল চামচ আদা বাটা
  6. ১.৫ টেবিল চামচ কাজু বাদাম গুঁড়ো
  7. ১ টেবিল চামচ নারকেল কোরা
  8. ৪টে কাঁচা লঙ্কা
  9. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  10. ১ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  11. ১.৫ টেবিল চামচ জিরে গুঁড়া
  12. ১/২ টেবিল চামচ লেবুর রস
  13. ১ কাপ দুধ কেশর ভেজানো
  14. ১টা তেজেপাতা
  15. ১টা শুকনো লঙ্কা
  16. ১ চা চামচ গোটা জিরে
  17. ৪টে গোলমরিচ
  18. ৪টে এলাচ
  19. ৩ টে লবঙ্গ
  20. পরিমাণ মতকাবাব চিনি
  21. ১/২ দারচিনি
  22. ১টা স্টার অ্যানিস
  23. প্রয়োজন অনুযায়ীজায়ফল ও জৈত্রী
  24. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  25. ১ টেবিল চামচ চিনি
  26. স্বাদ মতনুন
  27. প্রয়োজন অনুযায়ীধনেপাতা
  28. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    ব্লেন্ডারে টকদই, নারকেল কোরা, আদা বাটা,কাঁচা লঙ্কা,কাজু বাদাম গুঁড়ো,টমেটো,বাকি গুঁড়ো মশলা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।।

  2. 2

    লেবুর রস,অর্ধেক পেস্ট করা মসলা,স্বাদমতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ২ ঘণ্টার জন্য।।

  3. 3

    গরম মশলা গুলো শুকনো খোলায় নেড়ে গুরো করে নিতে হবে।।

  4. 4

    বেরেস্তা করে তুলে নিতে হবে।।

  5. 5

    বেরেস্তার তেলে চিনি, একটা শুকনো লঙ্কা,তেজ পাতা,কিছু গরম মশলা দিয়ে গন্ধ উঠলে রসুন কুচি দিয়ে দিতে হবে।।

  6. 6

    পিয়াজ কুচি দিয়ে দিতে হবে।।

  7. 7

    পিয়াজ সোনালী হলে অর্ধেক পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি তারপর ম্যারিনেট করা চিকেন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।।

  8. 8

    ১০ মিনিট পর কেশর ভেজানো দুধ দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে।।

  9. 9

    সেদ্ধ হলে কাঁচা লঙ্কা, গুঁড়ো করা গরম মশলা, ধনে পাতা ছড়িয়ে দিতে হবে।।

  10. 10

    সব শেষে অর্ধেক বেরেস্তা ও ঘি দিয়ে আরও ৫ মিনিট রেস্টে রাখতে হবে।।

  11. 11

    তৈরি মোগলাই চিকেন কোর্মা।। রুটি,নান,পোলাও,রাইস এর সাথে গরম গরম পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

Similar Recipes