টমেটো ভর্তা (tometo bhorta recipe in Bengali)

সুতপা দত্ত
সুতপা দত্ত @sutapa_121983

#টমেটোভর্তা
#রোজকারসব্জী
#week2
টমেটো ভর্তা গরম ভাতে দারুন লাগে গরম কালে গরম ভাতে অসাধারণ।

টমেটো ভর্তা (tometo bhorta recipe in Bengali)

#টমেটোভর্তা
#রোজকারসব্জী
#week2
টমেটো ভর্তা গরম ভাতে দারুন লাগে গরম কালে গরম ভাতে অসাধারণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩ জন
  1. 2 টো বড় পেঁয়াজ কুচি
  2. 3 টে মাঝারি টমেটো
  3. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  4. 6-7 কোয়ারসুন
  5. 1 টেবিল চামচধনেপাতা কুচি
  6. স্বাদ মত লবণ ও চিনি
  7. 1/2 চামচহলুদ গুঁড়ো
  8. 7-8 চা camcসরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে টমেটো গুলো হাফ করে কেটে নিতে হবে এর পর কড়াইতে তেল দিয়ে টমেটো আর রসুন দিয়ে ঢেকে রাখতে হবে মিনিট ৫।

  2. 2

    এরপর টমেটোর খোসা গুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর ও গুলো একটা পাত্রে ঢেলে রেখে একটু ঠাণ্ডা হলে রসুন আর টমেটো টা মেখে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর বাদামি রঙের হলে ওর মধ্যে টমেটো মাখা টা দিয়ে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো পরিমাণমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে কড়ার গা থেকে তেল ছেরে দিলে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন মজাদার টমেটো ভর্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুতপা দত্ত

Similar Recipes