বেগুন ভর্তা (Begun bhorta recipe in Bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

#GA4
#week9
এখন শীতের মরশুমে গরম গরম বেগুন ভর্তা দিয়ে রুটি একেবারে জমে যায়।

বেগুন ভর্তা (Begun bhorta recipe in Bengali)

#GA4
#week9
এখন শীতের মরশুমে গরম গরম বেগুন ভর্তা দিয়ে রুটি একেবারে জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টি বড় বেগুন
  2. ১ টি টমেটো কুচি
  3. ১ টি পেঁয়াজ কুচি
  4. ১-২ টি কাঁচা লঙ্কা কুচি
  5. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  6. ১ টেবিল চামচ রসুন কুচি
  7. স্বাদ অনুসারেলবণ
  8. ১ টেবিল চামচ তেল
  9. ১ চা চামচ ম্যাগি মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বেগুন ধুয়ে মুছে নিতে হবে।

  2. 2

    এরপর বেগুনের গায়ে সর্ষের তেল মখিয়ে গ্যাসের ওভেনে রেখে আঁচ কমিয়ে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তারপর নামিয়ে ঠান্ডা করে বেগুনের খোসা ছাড়িয়ে নিতে হবে।

  3. 3

    এরপর প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে হাল্কা বাদামী করে তার মধ্যে পিয়াঁজ কুচি দিয়ে আবারো ভাজতে হবে। হাল্কা বাদামী রং হলে টমেটো কুচি ও কাচা লঙ্কা কুচি দিয়ে আবারো নাড়তে হবে।

  4. 4

    টমেটো সিদ্ধ হয়ে গেলে বেগুনটা দিয়ে চামচের সাহায্যে নাড়তে হবে এবং ম্যাগী মশলা ও ধনেপাতা কুচি যোগ করতে হবে।

  5. 5

    সমস্ত উপকরণ ভালো করে নাড়তে হবে। বেশ মাখা মাখা হলে নামানোর আগে সামান্য লবণ যোগ করতে হবে।

  6. 6

    কারণ ম্যাগী মসলার মধ্যে লবণ দেওয়া থাকে।এই বেগুন ভর্তার মধ্যে এক চিমটি চিনিও দেওয়া যায়। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

Similar Recipes